EN
  1. Home/
  2. ভিডিও
  3. /আন্তর্জাতিক

ইসরায়েলকে ঠেকানোর আশাবাদ ব্যক্ত ইরান ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী

০১:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৪

মধ্যপ্রাচ্যকে পূর্ণমাত্রায় যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইসরায়েলকে ঠেকানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ইরান ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে বাগদাদে এক সংবাদ সম্মেলন করেছেন তারা।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইন বলেছেন, অঞ্চল থেকে যুদ্ধকে সরিয়ে দিতে যোগাযোগ চলছে।

তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরাক ও এর আকাশসীমাকে যুদ্ধমুক্ত রাখা হবে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান যুদ্ধবিরতি ও যুদ্ধের জন্য প্রস্তুত। তবে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে কাজ করছে তার সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন