যে দেশ এখনো ৭ বছর পিছিয়ে চলে
সময়টা এখন ২০২৪, আর মাত্র ২ মাস পরই নতুন বছরকে স্বাগত জানাবে পুরো বিশ্ব। তারই তোরজোড় চলছে। কিন্তু এমন এক দেশ আছে যেখানে গেলে আপনি ২০১৭ তে ফিরে যাবেন। না, এজন্য কোনো টাইম ট্রাভেল করতে হবে না। দেশটিতে এখন ক্যালেন্ডারের পাতা ২০১৭ সালেই চলছে।
বিশ্ব দ্রুত এগিয়ে চললেও দেশটি চলছে তার আপন গতিতে। এই দেশটি হচ্ছে ইথোপিয়া। দেশের তুলনায় ৭ বছর পিছিয়ে সেই দেশ। ইথিওপিয়ান ক্যালেন্ডারে ১২ নয়, ১৩ মাস রয়েছে। সেখানকার ক্যালেন্ডার বাকি বিশ্বের থেকে ৭ বছর ৩ মাস পিছিয়ে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন