EN
  1. Home/
  2. ভিডিও
  3. /বিশেষ আয়োজন

বাবাকে বলেছিলাম বিসিএস দিলে চয়েস দেবো একটাই ‘পুলিশ’ | Women's Day 2024

০৮:৫৭ এএম, ০৮ মার্চ ২০২৪

অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা। কর্মরত ট্যুরিস্ট পুলিশে। ছোটবেলা থেকেই মায়ের ইচ্ছা ছিল নাদিয়া ডাক্তার হবেন। মায়ের ইচ্ছায় ভর্তি হয়েছিলেন ঢাকা ডেন্টালে। তবে তার মন বসছিল না সেখানে। ডেন্টালে পড়াকালীন হঠাৎ নাদিয়ার মাথায় আসে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থী নাদিয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে ডেন্টালের ইতি টানেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিএসএস ও এমএস সম্পন্ন করেন। বাবার ইচ্ছায় বিসিএস পরীক্ষা দেন তিনি। তবে বিসিএসে নাদিয়ার একটিমাত্র চয়েজ ছিল ‘পুলিশ ক্যাডার’। প্রথমবার ৩০তম বিসিএসে পরীক্ষা দিয়েই মেধাতালিকায় নাম আসে নাদিয়ার। এরপর যোগ দেন বাংলাদেশ পুলিশে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন