রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বর্জনের হুমকি
রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্ৰাম নাগরিকবৃন্দ নামের একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলা ও চিন্ময় কৃষ্ণ দাসসহ "অন্য" সন্ন্যাসীদের মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরে কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে উত্তেজনা চলছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাসে স্মারকলিপি প্রদান, বাংলাদেশকে চিকিৎসা না দেওয়া, হোটেল পরিসেবা না দেওয়াসহ নানান রকম হুমকি দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে তারা রেজওয়ানা চৌধুরী বন্যার গানের অনুষ্ঠানও বর্জনের হুমকি দিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন