ফরিদপুরে ঐতিহ্যবাহী পলো বাইচ অনুষ্ঠিত
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ধলু মিয়ার ডাঙ্গীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ। এ উৎসবে কয়েক গ্রামের মানুষ একসঙ্গে পলো নিয়ে বিলের পানিতে নেমে মাছ ধরতে অংশ নেয়। এই আয়োজনকে বলা হয় পলো বাইচ বা পলো উৎসব। তবে মাছ ধরা এ উৎসবের মূল উদ্দেশ্য নয়; বরং গ্রামবাসীর একসঙ্গে মিলিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠাই বড় বিষয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন