EN
  1. Home/
  2. ভিডিও
  3. /কৃষি ও প্রকৃতি

রাজবাড়ীতে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা |

০৯:১৮ পিএম, ২৮ মে ২০২৪

এ বছর পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে লিচুর চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। পোকামুক্ত মিষ্টি ও রসালো লিচু হওয়ায় কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই বাগান থেকে পাইকারি দরে লিচু বিক্রি করে খুশি তারা।

চাষিদের দাবি, দিনাজপুর, ঈশ্বরদীসহ দেশের অন্য অঞ্চলের চেয়ে রসালো ও সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে রাজবাড়ীর লিচুর। ফলে বাগান থেকেই পাইকাররা লিচু কিনে নিয়ে জেলার বিভিন্ন হাট-বাজারে খুচরা মূল্যে বিক্রি করছেন। এ বছর খরচের তুলনায় লিচুতে প্রায় ৫-৬ গুণ বেশি লাভ হচ্ছে। যা অন্য ফসলে হয় না। এদিকে লিচু চাষ লাভজনক হওয়ায় দিন দিন লিচু চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন