ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

রিসোর্টে হেলিকপ্টার, সেলফি তুলতে ২০০ টাকা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২২

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরের নাদামপুরে গড়ে উঠেছে মুক্তানগর রিসোর্ট। সিলেট বিভাগে এই প্রথম রিসোর্টের রাইড হিসেবে সংযুক্ত করা হয়েছে হেলিকপ্টার।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, এখন থেকে প্রতি শনিবার মুক্তানগর রিসোর্টে রাইড হিসেবে থাকবে হেলিকপ্টার। জনপ্রতি ১০ মিনিটের জন্য আকাশে উড়তে লাগবে ৫৫০০ টাকা। কাছে গিয়ে সেলফি তুলতে লাগবে ২০০ টাকা।

প্রবাসী জাবেদ আহমদ রনির ৭০ একর জমিতে গড়ে উঠেছে রিসোর্টটি। তার বড় মেয়ে মুক্তার নামে মুক্তানগর রিসোর্টটি গড়ে তোলেন তিনি। উন্নত পরিবেশ আর থাকা-খাওয়ার ব্যবস্থা আছে এখানে। এর সঙ্গে রাইড হিসেবে নতুন সংযোগ হেলিকপ্টার। আকাশে ওড়ার সাধ মেটাতে আসছেন স্থানীয়রা।

শ্রীমঙ্গল থেকে আসা শামিমা বলেন, ‘মুক্তানগর রিসোর্টের পরিবেশ অনেক ভালো। এসে খুব আনন্দ পেয়েছি। পরিবারের সঙ্গে হেলিকপ্টারে চড়ে খুব ভালো লেগেছে।’

রিসোর্ট পরিচালনা পর্ষদের কর্মকর্তা মাজহারুল রকি জাগো নিউজকে বলেন, ‘শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশে রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। ভ্রমণপিপাসুদের দৃষ্টি কাড়তে অনেক উপকরণ তৈরির কাজ চলছে। হেলিকপ্টার চালু করায় দর্শনার্থী বাড়ছে।’

রিসোর্টের পরিচালক জাবেদ আহমদ রনি বলেন, ‘আমি লন্ডনপ্রবাসী। প্রবাসে থেকে স্বপ্ন দেখতাম, ফেলে রাখা আমার বাবার বাড়িতে একটা কিছু করা যায় কি না। এমন চিন্তা থেকেই রিসোর্টটি গড়ে তোলা হয়। অনেক আইটেম বাকি আছে। এখনও কাজ চলছে।’

আব্দুল আজিজ/এসইউ/জিকেএস

আরও পড়ুন