ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

স্বপ্নের মতোই ড্রিমল্যান্ড

প্রকাশিত: ১০:০৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

সিলেটের বিশাল এলাকা নিয়ে নির্মিত প্রথম অত্যাধুনিক থিম পার্ক ড্রিমল্যান্ড। বিনোদনপ্রেমী মানুষের জন্য নির্মাণ করা হয়েছে এটি। সুযোগ হলে আপনিও ঘুরে আসতে পারেন। স্বপ্নের মতোই মনে হবে পার্কটি।

অবস্থান
সিলেট শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এই থিম পার্কটি জকিগঞ্জ রোডে হিলালপুরে শত বিঘা জমির ওপর অবস্থিত।

park-tour
বৈশিষ্ট্য
মোঘল ঐতিহ্যে নির্মিত হয়েছে এর প্রবেশদ্বার। বিনোদনের জন্য এই পার্কে আছে ২৫টি রাইড। সব বয়সের মানুষের বিনোদনের জন্য পার্কটি উপযুক্ত। এতে স্থাপন করা হয়েছে বৃহত্তম ওয়েবপুলসহ আন্তর্জাতিক মানের ৯টি ওয়াটার রাইড। রয়েছে গানের তালে তালে জলরাশির নৃত্য।

প্রবেশ মূল্য
১০০ টাকার প্রবেশমূল্যের বিনিময়ে প্রবেশ করতে পারবেন এই থিম পার্কে।

park-tour
সময়সূচি
সপ্তাহের ৭ দিনই এই পার্ক খোলা থাকে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকে।

কীভাবে যাবেন
সিলেট শহর থেকে অটোরিকশা নিয়ে সোজা চলে যাওয়া যায় ড্রিমল্যান্ড থিম পার্কে। নিজস্ব গাড়ি বা ভাড়া গাড়ি নিয়েও যেতে পারেন এখানে।

এসইউ/আরআইপি

আরও পড়ুন