ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছে হিমাচল পর্বত

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০২০

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। করোনা আক্রান্ত সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন, পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে সবখানে।

অনেকেই মনে করেন, এতে পরিবেশ কিছুটা দূষণ কমেছে। যার ফলে ভারতের জলন্ধরের বাসিন্দারা প্রায় ১ দশক পর বাড়ির ছাদ থেকে হিমাচল পর্বতচূড়া দেখছেন। নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ করতে না পারলেও চৈত্রের গরমে বরফ ঢাকা পাহাড় চূড়া দেখে আনন্দ পেয়েছেন শহরবাসী।

এ জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ আবার রসিকতা করে বলছেন, পুরোটাই করোনার করুণা! সব কিছুরই ইতিবাচক দিক আছে। শেষ কবে বাড়িতে বসে হিমাচল পর্বত দেখেছিলেন তারা, তা মনে নেই।

তবে হিমাচল প্রদেশের ধৌলধর পর্বতশ্রেণির দেখা মিলবে, ভাবতেও পারেননি তারা। ফলে সবাই খুব উত্তেজিত। তারা ছবি তুলে, ভিডিও করে শেয়ার করছেন ফেসবুকে। সঙ্গে সঙ্গে সবার পোস্ট ভাইরাল হয়ে যায়।

জলন্ধরের প্রবীণ এক ব্যক্তি বলেন, ‘এক প্রজন্ম পরে এভাবে শহর থেকে হিমাচল দেখা যাচ্ছে। তাই কবির মতো বলতে হয়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই!’

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন