৫০ টাকায় গরুর মাংস!
মেট্রোতে এসপ্ল্যানেড স্টেশনে নেমে নিউ মার্কেটের পাশ দিয়ে একটু পূর্ব দিকে গেলেই ফায়ার সার্ভিস। শ্রীলেদারকে পাশে রেখে সামনে মারকুইস স্ট্রিট। আপনি এখন রয়েছেন কলকাতার মির্জা গালিব স্ট্রিটে।
চার রাস্তার ছোট্ট মোড় পেরিয়ে মদীনা মসজিদ। এই মসজিদের নিচেই বাংলা খাবারের স্বাদ নিয়ে ‘ইসলামি ইয়াদগার হোটেল’।
হোটেলের বাইরে বড় থালায় সাজানো হরেক রকমের খাবার। পাশেই তৈরি হচ্ছে রুটি ও পরোটা।
এক পাশে ক্যাশ কাউন্টার অন্যদিকে কয়েকটি খাবারের টেবিল। উপরে উঠেছে ছোট্ট সিঁড়ি। এই সিঁড়ি গিয়েছে দোতলায়। সেখানেও খাবারের আয়োজন।
কলকাতার নিউ মার্কেট এলাকার এই হোটেল মুসলমানদের জন্য হালাল খাবারের অন্যতম প্রিয় স্থান।
দেখতে তেমন সুন্দর মনে না হলেও খাবারের স্বাদে ‘ইসলামি ইয়াদগার হোটেল’ এর জুড়ি নেই। এখানে মেলে মাত্র ৫০ টাকায় এক প্লেট গরুর মাংস! ৭ টাকায় এক প্লেট ভাত, ৩ টাকায় শুকনো রুটি, ৮ টাকায় পরোটা সহ সকাল - সন্ধ্যার হরেক রকমের খাবার।
নানা প্রয়োজনে বাংলাদেশে থেকে যারা কলকাতায় নিয়মিত যাওয়া আসা করেন তাদের কাছে বেশ জনপ্রিয় ইসলামি ইয়াদগার হোটেল। হালাল, সুস্বাদু এবং কম খরচে ভালো খাবার! এজন্য হোটেলটি রয়েছে ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায়।
সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে ইসলামি ইয়াদগার হোটেল। সকাল, দুপুর, সন্ধ্যা, রাতের জন্য ভিন্ন ভিন্ন মেনু থাকলেও গরুর মাংসের তৈরি হরেক রকমের খাবার মেলে সবসময়।
কলকাতায় গেলে আপনিও ঘুরে আসতে পারে ইসলামি ইয়াদগার হোটেল থেকে। গুগল ম্যাপে ইসলামি ইয়াদগার হোটেল।
এএ