সংস্কার হচ্ছে সেলিম চিস্তির সমাধি
ভারতের ফতেহ্পুর সিকরি ছিল সম্রাট আকবরের রাজধানী। সেখানকার জামে মসজিদের মাঝে রয়েছে সুফি সাধক সেলিম চিস্তির সমাধি। ‘আকবরের পরে মুঘল সাম্রাজ্য তাঁর ছেলের হাতেই থাকবে’ এমন ভবিষ্যদ্বাণী করায় এই সাধকের দেহাবসানের পরে তাঁর সমাধি তৈরি করিয়েছিলেন সম্রাট আকবর।
জানা যায়, মুঘল স্থাপত্যের এক অসামান্য উদাহরণ সেলিম চিস্তির দরগা। প্রায় এক মিটার উঁচু একটি বেদির উপরে তৈরি করা হয় সমাধিটি। মার্বেলের জাফরি বেষ্টিত একটি হলঘরের অন্দরে এই দরগা। হিন্দু-মুসলমান নির্বিশেষে মার্বেল জাফরিতে তাগা বা সুতো বেঁধে দেন তাদের ইচ্ছা পূরণের জন্য।
দেয়ালে রয়েছে নানা ধরনের ছবি ও লতাপাতার নকশা। কিন্তু ছবিগুলো নষ্ট হচ্ছে ভক্তদের হাতের ছোঁয়ায়। আলো-বাতাসে ক্ষয় হয়ে যাচ্ছে শিল্পকর্ম। শ্বেত মার্বেলের স্থাপত্যটি কালো হয়ে যাচ্ছে। তাই এ শিল্পনিদর্শন রক্ষা করতে এগিয়ে এসেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।
এএসআই জানায়, দেয়ালের ছবিগুলো বৈজ্ঞানিক উপায়ে পুনরুদ্ধার করা হবে। পরে তা ল্যামিনেট করে দেয়া হবে। কালো হয়ে যাওয়া মার্বেল পরিষ্কার করা হবে ‘মাড প্যাক’ দিয়ে। তবে সংস্কার চলার সময়ও দরগা খোলা থাকবে।
এসইউ/আরআইপি