একদিন ছুটি নিলেই ছয়দিন ছুটি! ঘুরতে যাবেন?
২৭ এপ্রিল শুক্রবার। পরের দিন ২৮ এপ্রিল শনিবার। সরকারি ছুটির দিন। পরের দিন ২৯ এপ্রিল রোববার বৌদ্ধ পূর্ণিমা। এদিনও সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার অফিস খোলা। ১ মে মঙ্গলবার মে দিবস। ২ মে বুধবার শবে বরাত। এই ২ দিনও সরকারি ছুটি। অর্থাৎ ৩০ এপ্রিল সোমবার ছুটি নিলেই পাচ্ছেন ৬ দিনের বন্ধ।
ছয়দিনের ছুটিতে কি করছেন? গ্রামের বাড়ি যাবেন? নাকি ঘুরতে যাবেন দূরে কোথাও?
ঈদ ছাড়া তেমন ছুটি মেলে না চাকরিজীবীদের। তাইতো ক্যালেন্ডারের পাতায় চোখ রাখেন অনেকেই। কবে মিলবে একটু ছুটি।
অন্যরকম এই ৬ দিনের ছুটি কীভাবে কাটাবেন তা নিয়ে পরিকল্পনা করতে হবে এখনই। কারণ ট্রেন, বাস, লঞ্চ বা বিমানের টিকিট যত আগে থেকে সংগ্রহ করবেন ততোই ভালো।
জেনে নিতে পারেন কিছু টিপস-
✔ কোথায় যাবেন? কি করবেন? তা আজ অথবা আগামীকালের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।
✔ দূরে কোথাও গেলে ট্রেন, বাস, লঞ্চ বা বিমানের টিকিট এখনই সংগ্রহ করুন।
✔ ট্রেনের টিকিট যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে পাওয়া যায়। যে কোনো রেলওয়ে স্টেশন থেকে অথবা www.esheba.cnsbd.com ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
✔ বাসের টিকিট সংগ্রহ করতে যে হবে কাউন্টারে। কিংবা www.shohoz.com থেকেও অনেক বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন।
✔ লঞ্চের টিকিট সংগ্রহ করতে চাইলে নির্ধারিত সময়ের কমপক্ষে ৪-৫ ঘণ্টা আগে সদরঘাটে পৌঁছে সংগ্রহ করতে হবে। তবে সুবিধার জন্য এখনই নির্ধারিত লঞ্চের ফোন নাম্বার সংগ্রহ করে টিকিট বুকিং দিয়ে রাখতে পারেন।
✔ বিমানের টিকিটের ক্ষেত্রে এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনুমোদিত এজেন্ট থেকে সংগ্রহ করতে পারবেন।
✔ টিকিট সংগ্রহের সময় অবশ্যই যাত্রার তারিখ ও সময়ভালোভাবে দেখে নিন এবং টিকিট সঠিক স্থানে রাখুন।
✔ টিকিট সংগ্রহের পর ভ্রমণের পুরো প্ল্যানটি করে ফেলুন। কোথায় থাকবেন? কোন কোন জায়গা ঘুরে দেখবেন? কি খাবেন? খরচাপাতি- এসব বিষয়।
✔ যাত্রা শুরুর একদিন আগেই প্রয়োজনীয় জামা-কাপড়ের ব্যাগ গুছিয়ে ফেলুন।
✔ ভ্রমণের সময় পানির বোতল ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিতে ভুলবেন না।
✔ স্মার্টফোনের ইন্টারনেট সংযোগ সচল রাখুন। প্রয়োজনের যেন গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন।
এএ