দেখে আসুন বিখ্যাত ৫ স্থাপত্যশৈলী
অনেকেই দেশের বাইরে ভ্রমণে যাচ্ছেন। ঘুরে দেখছেন ইচ্ছেমতো। যদি কখনো সুযোগ হয়, এমন স্থাপত্যশৈলী দেখতে ভুলবেন না। দেখুন তবে বিশ্ববিখ্যাত ৫টি স্থাপত্যশৈলীর অবস্থান। আর সে দেশে গেলে অবশ্যই দেখে আসবেন।
পাতুজাই
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র লাওস। লাওসের মায়াময় সবুজ প্রকৃতির মাঝে পাতুজাই নামের স্থাপনাটি দাঁড়িয়ে রয়েছে।
রুয়া আগোস্টা
এই স্থাপত্যশৈলী পর্তুগালের লিসবন শহরে অবস্থিত। স্থাপত্যটি পর্তুগালের গৌরবময় ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত।
সিনকুনটেনেয়ার
সিনকুনটেনেয়ার নামক স্থাপত্যটি বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত। বিশ্ববিখ্যাত স্থাপত্যটি দেখলে মুহূর্তেই চোখ জুড়িয়ে যাবে।
কনস্ট্যানটাইন
স্থাপত্যটি ইতালির রাজধানী রোমে অবস্থিত। স্থাপনাটি অনেক প্রাচীন বলে ধারণা করা হয়। তাই এটি দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয়।
ইন্ডিয়া গেট
এটি ভারতের রাজধানী নয়াদিল্লি শহরে অবস্থিত। এটি ভারতের অন্যতম ঐতিহ্যের প্রতীক। রাতে গেটটি আপন আলোয় হেসে ওঠে।
এসইউ/পিআর