ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

গরমে ভ্রমণের পূর্ব প্রস্তুতি

প্রকাশিত: ১১:২৫ এএম, ২৪ মে ২০১৭

ভ্রমণের জন্য মূলত শীতকালই পছন্দ সবার। তারপরও পূর্ব পরিকল্পনা অনুযায়ী যারা প্রচণ্ড তাপদাহে ঘুরতে যাওয়ার জন্য মনস্থির করেছেন; তাদের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়িয়ে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণই তো সবার কাম্য। তাহলে আসুন জেনে নেই গরমে ভ্রমণের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত।

Bichana
১. ভ্রমণস্থলের পরিবেশ সম্পর্কে আগেই খোঁজ নিন।
২. নির্ধারিত স্থানের আবহাওয়া কতটা নিরাপদ ও উপযোগী- তা বিবেচনা করুন।
৩. খুঁজে দেখুন সেখানে পরিচিত কেউ আছেন কি না।
৪. ভ্রমণের চাপ কমাতে কাউকে সঙ্গী করতে পারেন।
৫. স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার ফোন নম্বর নিতে পারেন।
৬. শিশু ও বয়স্কদের ব্যাপারে আরো সতর্ক হোন।
Bichana
৭. মোবাইল নেটওয়ার্ক পর্যাপ্ত কি না আগেই নিশ্চিত হোন।
৮. হোটেল বা মোটেলের বুকিংটা আগেই নিশ্চিত করুন।
৯. গরমে পরার উপযুক্ত কাপড়-চোপড় সঙ্গে রাখুন।
১০. যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন।
১১. ছোট একটি ফাস্ট এইড বক্স সাথে রাখুন।
১২. শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সাথে রাখুন।

এসইউ/পিআর

আরও পড়ুন