ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

পহেলা বৈশাখে সময় কাটাতে হাতিরঝিল

প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৩ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব। সবাই স্বতঃস্ফূর্তভাবে পালন করে দিনটি। নববর্ষের শুভেচ্ছা জানান একে অপরকে। পরিবার নিয়ে ঘুরতে বের হন অনেকেই। যারা রাজধানীতে বাস করেন; তাদের জন্য খুব বেশি সুযোগ হয় না দূরে যাওয়ার। তাদের জন্য হাতিরঝিল হতে পারে উত্তম স্থান। ছবিগুলো তুলেছেন রবিউল ইসলাম পলাশ।

ঘাসের বুকে
hatirjhil
হাতিরঝিলের চতুর্দিকে ছড়িয়ে আছে সবুজ ঘাস। লেকের তীর ঘেঁষে ঘাসের বুকে বসে কাটিয়ে দিতে পারেন কিছুটা সময়। রয়েছে গাছের ছায়াও। ফলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

ওয়াটার ট্যাক্সি
hatirjhil
হাতিরঝিলের লেকে পাবেন ওয়াটার ট্যাক্সি। বিভিন্ন স্থান থেকে ছেড়ে যাওয়া ওয়াটার ট্যাক্সিতে বসে ঘুরে দেখতে পারেন পুরো বিনোদনকেন্দ্র। নির্ধারিত ঘাট থেকেই উঠতে হবে। নির্ধারিত ঘাটেই নামতে হবে।

বিকেলের সূর্য
hatirjhil
কংক্রিটের শহরে শেষ বিকেলের সূর্যটাকে উপভোগ করতে চাইলে অবশ্যই হাতিরঝিল উত্তম। নাগরিক সভ্যতাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে হেলে পড়ে সূর্যটা। ভবনের ফাঁক গলে তলিয়ে যায় অজানায়।

অপেরা হাউজ
hatirjhil
আন্তর্জাতিক মানের অপেরা হাউজ নির্মিত হচ্ছে হাতিরঝিলে। এতে বিনোদনের মাত্রায় যুক্ত হবে আরেক বিস্ময়। এখনো চলছে তার নির্মাণ কাজ। এক পলক দেখে নিতে পারেন কর্মযজ্ঞ।

সুদৃশ্য সেতু
hatirjhil
বেশকয়েকটি সুদৃশ্য সেতু রয়েছে হাতিরঝিলে। কিছু পানির উপরে, কিছু মাটির উপরে। সেতুগুলোও যথেষ্ট বিনোদন দিতে পারে আপনাকে। বসে আড্ডাও দেওয়া যায় অনায়াসে।

এসইউ/পিআর

আরও পড়ুন