ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

ঘুরে আসুন সবুজ-শ্যামল গ্রামবাংলা

প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৩ এপ্রিল ২০১৭

সবুজ-শ্যামল আমাদের এই দেশ। চারিদিকে সবুজের সমারোহ। অপরূপ বৈচিত্র্যের আধার আমাদের গ্রামবাংলা। গ্রামবাংলার মাঠে-ঘাটে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। চোখ মেলে তাকালেই হৃদয় জুড়িয়ে যায়। সময় পেলে ঘুরে আসুন সবুজ-শ্যামল গ্রামবাংলায়।

দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ছবিগুলো তুলেছেন জাগো নিউজের আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।

১.
biplob
চারিদিকে সবুজ আর সবুজ। চির সবুজের পাশ দিয়ে বয়ে গেছে জলরাশি। জলে ভেসে যাচ্ছে মাছবোঝাই নৌকা। অপরূপ এই দৃশ্য কেবল গ্রামবাংলায়ই পাওয়া যাবে।

২.
biplob
সমুদ্র তীরবর্তী জনপদের মানুষের জীবন সংগ্রামের। প্রতিনিয়ত বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের। সেই সমুদ্র তীর আমাদের আনন্দ দেয় ক্ষণিক ভ্রমণে।

৩.
biplob
শীতের কুয়াশাচ্ছন্ন দিনে সরিষার হলুদ মাঠ আর খেজুরের রস প্রকৃতির অনন্য উপহার। গ্রামবাংলার অপরূপ রূপের উজ্জ্বল দৃষ্টান্ত। যা দেখলে সবারই মন জুড়িয়ে যায়।

৪.
biplob
নদীমাতৃক আমাদের এই দেশ। নদীকেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসা কেন্দ্রে ব্যস্ত সময় কাটে মেহনতী মানুষের। তারা সারাদিনের ক্লান্তি ভুলে যান প্রকৃতির হিমেল পরশে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন