ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

দেখে আসুন পানির নিচের জাদুঘর

প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

পানির নিচে নির্মিত হয়েছে জাদুঘর। আর এটি ইউরোপের প্রথম পানির নিচের জাদুঘর। বিশ্বজুড়ে শরণার্থী সমস্যাকে উপজীব্য করেই শরণার্থীদের একটি দৃশ্যও তুলে ধরা হয়েছে ভাস্কর্যের সমন্বয়ে। সুযোগ থাকলে দেখে আসতে পারেন আপনিও।

অবস্থান
water

জাদুঘরটির নাম মুসিও আটলানটিকো। স্পেনের লাস পালমাস প্রদেশের বাহিয়া ডি লাস কলোরাডাস উপকূলে নির্মাণ করা হয়েছে এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৯ ফুট নিচে এর অবস্থান।

নির্মাতা
water

জাদুঘরটি নির্মাণের প্রধান নকশাকারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেসন ডিকাইরেস টেলর নামের এক নির্মাতা। এর আগেও মেক্সিকো ও গ্রানাডায় এমন কয়েকটি জাদুঘর নির্মাণ করেছেন তিনি।

বৈশিষ্ট্য
water

এটি মূলত ভাস্কর্য জাদুঘর। কংক্রিট দিয়ে নির্মাণের পর পানির নিচে স্থাপন করা হয়েছে ভাস্কর্যগুলো।

যা দেখবেন
water

মুসিও আটলানটিকো মানব ইতিহাসের বিবর্তন চিত্র। আদিম রীতিতে বসবাসের চিত্র এবং আধুনিক যুগে বসবাসের আধুনিক চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে এতে। জাদুঘরটিতে মোট ৩০০ ভাস্কর্য রয়েছে। ভাস্কর্যগুলোও কয়েকটি সেকশনে ভাগ করা আছে।

ভাস্কর্য ছাড়াও এ জাদুঘরে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যেমন- সামুদ্রিক গাছপালা, সুন্দর সুন্দর ফুল ও সামুদ্রিক বিভিন্ন প্রাণিসহ আরো অনেক কিছু স্থান পেয়েছে জাদুঘরটিতে।

এসইউ/আরআইপি

আরও পড়ুন