দেখে আসুন বিমান বাহিনী জাদুঘর
বিমান বাহিনী জাদুঘর মূলত বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত একটি জাদুঘর। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর এটি চালু করা হয়, যা পুরনো বিমানবন্দরের একটি অংশে গড়ে উঠেছে।
অবস্থান
রাজধানীর আগারগাঁওয়ে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দর রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে অবস্থিত।
যা দেখবেন
বিভিন্ন ধরনের সত্যিকারের অব্যবহৃত বিমান এবং হেলিকপ্টার রয়েছে। পরিদর্শকরা চাইলে বিমানে উঠে বিমানের ভেতরে যেতে পারবেন। চালাতেও পারবেন ড্রাইভিং হুইল ধরে। তবে সব বিমানে ওঠা যাবে না। দুটি বিমানে ওঠার অনুমতি আছে।
এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং লেকে নৌকায় চড়ার সুযোগ। রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কাঁটাতারের বেড়ার ওপাশ দিয়ে বিমানবন্দরের খোলা বিস্তৃত অংশ দেখার সুযোগও পাবেন।
প্রবেশমূল্য
বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি ২০ টাকা নেয়া হয়।
রাইড মূল্য
বলাকা বিমানসহ অন্যান্য রাইডে চড়তে জনপ্রতি ৩০ টাকা। বোটে ভ্রমণ করতে জনপ্রতি ৫০ টাকা।
সময়সূচি
জাদুঘরটি রোববার বন্ধ থাকে। প্রতি শুক্র এবং শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রতি সোম থেকে বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
খাবার
যেহেতু আপনার সঙ্গে শিশুও থাকতে পারে তাই বিশুদ্ধ পানি এবং খাবার রাখুন। তবে এখানে একটি রেস্তোরাঁও আছে। চাইলে সেখানেও খেতে পারেন। গেটের সঙ্গেই আছে রকমারি পণ্যের দোকান। সেখান থেকে পছন্দের জিনিস কিনতে পারবেন।
এসইউ/এমএস