ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

২০২৬ সালে মাউন্ট এভারেস্ট জয় করতে চান কাজী বিপ্লব

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০২৫

মাউন্ট এভারেস্ট অভিযানে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ পর্বতারোহী কাজী বাহলুল মজনু বিপ্লব। ৯ এপ্রিল এক অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, ২০২৬ সালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে অভিযান শুরু করবেন। নেপাল-তিব্বত সীমান্তে অবস্থানকারী ২৯ হাজার ৩১ ফুট ফুট উঁচু মাউন্ট এভারেস্ট জয় করা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিপ্লব বলেন, ‘বেশিরভাগ পর্বতারোহীর মতোই আমিও সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে পৃথিবী দেখার স্বপ্ন দেখছি। আমার এ চ্যালেঞ্জ গ্রহণের পেছনে নতুন কিছু করার তীব্র আকাঙ্ক্ষা এবং নিজেকে প্রমাণ করার অভিপ্রায় আছে। আমি এখন থেকেই কঠোর শারীরিক ও মানসিক প্রস্তুতি শুরু করেছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিপ্লব ৭ হাজার মিটারের ১টি এবং ৬ হাজার মিটারের ১৩টি পর্বত অভিযানসহ মোট ১৪টি ক্লাইম্বিং অভিযান ও ২০২৪ সালে একটি ট্রেকিং অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন। তার এ দীর্ঘ অভিযাত্রার পেছনে পরিবার, বন্ধু, প্রতিবেশী, ক্লাবের সদস্য এবং আত্মীয়-স্বজনের অবিরাম উৎসাহ ও সাহসিকতা বিশেষভাবে স্মরণীয়।

তিনি বলেন, ‘আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম ভাইয়ের অনুপ্রেরণামূলক কথাগুলো আমাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করে। স্পন্সরদের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এত বছর ধরে পর্বতারোহণ চালিয়ে যাওয়া সম্ভব হতো না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিভিন্ন দেশ ও পর্বতে পরিচালিত এ অভিযানের মধ্যে আছে ২০০৯ সালে ভারতের স্টক কাং রি পর্বত (উচ্চতা ২০,১৯০ ফুট) এবং একই বছর নেপালের লবুজে পর্বত (২০,০৭৫ ফুট)। ২০১০ সালে নেপালে চেকিগো বা নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক জয় করেন (২০,৫২৮ ফুট)। ২০১২ সালে নেপালের ইমজা সে (আইল্যান্ড পিক) পর্বত (২০,২২৬ ফুট) জয় করেন।

২০১৪ সালে নেপালের কেয়াজো রি পর্বত (২০,২৯৫ ফুট) জয় করেন। পরে ২০১৫ সালে একই পর্বতের দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। ২০১৬ সালে নেপালের মেরা পিক (২১,৮৩০ ফুট) অভিযান সম্পন্ন করেন। ২০১৭ সালে নেপালের লারকে পর্বত (২০,৫০০ ফুট) অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

২০১৮ সালে তিব্বতে অবস্থিত লাকপা রি পর্বতে (২৩,১১৩ ফুট, ৭ হাজার মিটার) অভিযান চালান তিনি। ২০১৯ সালে নেপালের ফার্চামো পর্বত (২০,৩০০ ফুট) জয় করেন। ২০২২ সালে নেপালে দোগারি হিমাল পর্বত (২১,৪৪৩ ফুট) এবং ডোলামা খাং পর্বত (২০,৭৭৪ ফুট) জয় করেন।

২০২৩ সালে নেপালের ফার্চামো পর্বতের দ্বিতীয় অভিযান ছিল। ২০২৪ সালে নেপালের ইমজা সে (দ্বিতীয়বার) পর্বতে (২০,২২৬ ফুট) অভিযান পরিচালনা করেন নিজস্ব অর্থায়নে। পাশাপাশি ২০২৪ সালে নেপালের অন্নপূর্ণা বেজ ক্যাম্পে (১৩,৫৫০ ফুট) একটি ট্রেকিং অভিযানও সফলভাবে শেষ করেন।

এলআইএ/এসইউ/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন