সি টু সামিট
মনের ভেতর উচ্ছ্বাসের ঢেউ

৪২ কিলোমিটার দীর্ঘ পথচলার ক্লান্তি নিয়ে যখন মহাস্থানগড় জাদুঘরের সামনে এসে দাঁড়ালাম; তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। সি টু সামিট অভিযানের ২৪তম দিনের শেষবিন্দুতে পৌঁছে শরীর বলছিল, বিশ্রামের সময় হয়েছে কিন্তু মনের ভেতর উচ্ছ্বাসের ঢেউ! করতোয়া নদীর পাড়ে সবুজে ঘেরা সরকারি ডাকবাংলো আমাদের রাতের আশ্রয় হয়ে উঠল।
ভোরের সেই শান্ত মুহূর্তে আমাদের দলে যুক্ত হলেন আবু সাদেক ভাই। রাতের বাসে ঢাকা থেকে ছুটে এসেছেন আমাদের সাথে একদিন হাঁটার জন্য। তাকে পেয়ে আমাদের উদ্যম যেন দ্বিগুণ হয়ে উঠল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘে ঢাকা সূর্য যেন জানান দিচ্ছিল, সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। এক ঘণ্টার পথচলার পরই বৃষ্টি নামল। ঝিরিঝিরি ফোঁটার ছোঁয়ায় প্রকৃতি শীতল হয়ে উঠল, শরীরেও একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। তবে এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ নয় বরং দুশ্চিন্তার কারণ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
- আরও পড়ুন
- কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট যাবেন শাকিল
- বিশ্বরেকর্ড গড়ার মিশনে পর্বতারোহী শাকিলের পাশে প্রাণ
প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন প্রতিকূলতা, নতুন চ্যালেঞ্জ। কিন্তু প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য আরও স্পষ্ট হয়ে ওঠে। সি টু সামিট অভিযানের এই যাত্রা শুধু একটি গন্তব্যে পৌঁছানোর জন্য নয় বরং প্রতিটি মুহূর্তেই আমরা শিখছি, উপলব্ধি করছি প্রকৃতির সাথে আমাদের সহাবস্থান। বৃষ্টি আসবে, ঝড় উঠবে কিন্তু আমরা থামবো না। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে, সবুজ পৃথিবীর স্বপ্ন নিয়ে।
বিজ্ঞাপন
এই যাত্রাপথের প্রধান পৃষ্ঠপোষক শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। রেডিও পার্টনার জাগো এফএম, নিউজ পার্টনার জাগোনিউজ২৪.কম। গিয়ার পার্টনার মাকালু-ই-ট্রেডার্স নেপাল। ওরাল হেলথ পার্টনার সিস্টেমা টুথব্রাশ।
এসইউ/জিকেএস
আরও পড়ুন
বিজ্ঞাপন