ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

শীতকালে ঘুরতে গেলে যা করবেন

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

পর্যটকরা শীতকালে বেশি ঘুরতে যান। কারণ শীতকালই ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত সময়। আপনি যদি শীতে পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখতে ভুলবেন না।

শীতে ভ্রমণে করণীয়
১. শীতকালে জ্বর-ঠান্ডা-কাশি বেড়ে যায়। অনেকেই সাধারণ ফ্লুতে আক্রান্ত হন। এজন্য সতর্ক থেকেই ভ্রমণে যাওয়া উচিত।

২. এ সময়ে ব্যক্তিগত সুরক্ষা এবং শীতের পোশাক ছাড়া ভ্রমণে যাওয়া ঠিক নয়। পরিবারসহ গেলে বয়স্কদের ক্ষেত্রে বাড়তি যত্ন নিন।

৩. পরিবারসহ গেলে শিশুর জন্য বাড়তি পোশাক নিতে হবে। কানটুপি, মাফলারসহ ভারী কাপড় নেওয়ার চেষ্টা করুন।

আরও পড়ুন: ঘুরে আসুন চায়ের রাজ্যে ছোট্ট সাজেকে

৪. শীতে ভ্রমণে যাওয়ার সময় সঙ্গে ময়েশ্চারাইজার, লোশন, গ্লিসারিন, লিপবাম সঙ্গে রাখুন। শীতকালে ত্বকের যত্নে এগুলো খুবই জরুরি।

৫. শীতকালে রাতে বা ভোরে ভ্রমণ না করাই ভালো। এ সময় আবহাওয়া সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। তাই অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।

৬. এ সময় অবশ্যই খাবারের প্রতি নজর দেবেন। কিছু খাবার খেলে শীতের সময় শরীর গরম থাকে। এমনকি বেশি বেশি ফল খেতে পারেন।

৭. শীতে অবশ্যই কেডস পরে যাবেন। তাছাড়া পাহাড়ে যে কোনো সময় স্লিপ কাটতে পারেন। এজন্য পাহাড়ে ওঠার জন্য কেডস পরা উচিত।

এসইউ/এমএস

আরও পড়ুন