ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

৩০ দিনে সাইকেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী বাবর আলী

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১১ মে ২০২৩

অসাধ্য সাধন করাই যেন তার ব্রত! পেশায় চিকিৎসক হলেও পর্বত আর অ্যাডভেঞ্চারের নেশা তাকে ঘরে থাকতে দেয় না। প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন আরও একটি কীর্তি। এবার তিনি মাত্র ৩০ দিনে বৈচিত্র্যময় দেশ ভারতের সর্ব উত্তরের কাশ্মীরের শ্রীনগর থেকে সর্ব দক্ষিণের শেষ স্থল কন্যাকুমারী পাড়ি দিলেন সাইকেলে। এসময় তিনি ভারতের নয়টি রাজ্য দিয়ে সাইকেল চালিয়েছেন প্রায় চার হাজার কিলোমিটার।

দীর্ঘ এ রাইডের প্রতিদিনের দিনলিপি প্রকাশ করছে জাগো নিউজ। বৃহস্পতিবার (১১ মে) রাইড শেষ করে ফেসবুকে লিখেছেন,

‘অবশেষে কন্যাকুমারী!
এপ্রিলের ১২ তারিখে কাশ্মীরের শ্রীনগর থেকে দুই চাকায় ভর করে শুরু হয়েছিল কালো পিচের পথ ধরে সাইকেলের চাকার গড়ান। ঠিক ৩০তম দিনে প্রায় ৪০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের সর্ব দক্ষিণের বিন্দু কন্যাকুমারীতে এসে ফুরালো যাত্রা। এই কন্যাকুমারীতেই মিলিত হয়েছে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর। আমার আইটেনারেরি ৩৪ দিনের হলেও শরীর ছন্দে চলে আসায় ৩০ দিনে রাইড শেষ হয়ে গেলো। মাঝে বিশ্রামের পরিকল্পনা থাকলেও ওই ছন্দে ছিলাম বলেই বিশ্রামের প্রয়োজন পড়েনি।

আরও পড়ুন>> চিনার বৃক্ষ-লেক-পাহাড়ের রাজ্যে টিউলিপের মুগ্ধতা 

হায়দ্রাবাদে ভয়ানক দুর্ঘটনা, দক্ষিণের ভাষার বোধগম্যতার অক্ষমতা, ধাবার পরিবেশে মানিয়ে নেওয়া, গুরুদুয়ারার অচেনা পরিবেশে থাকা, একের পর এক পাংচার- নানান মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি এই কদিনে। পথের হাজারো অভিজ্ঞতা প্রতিদিনই চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার। ভোর থেকে বিকাল অবধি শারীরিক পরিশ্রমের পর বিশাল সব লেখার মানসিক পরিশ্রমটা মাঝে মধ্যেই মনে হতো অসহনীয়। অবশ্য নিজেকে বশে রাখতে নিজের পিঠেই চাবুক হাঁকাতে আমি জানি। সেটাই সাহায্য করেছে নিয়মিত লিখতে।

jagonews24

আরও পড়ুন>> ভূ-স্বর্গ থেকে যেন একেবারে ভূ-নরকে! 

রাইড চলাকালীন নানানভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। দিনে আমি সাইকেল চালালেও রাতে পোস্ট পড়তে পড়তে আপনারাও তো সাইকেলের সওয়ারি হয়েছেন! আপনারা পাশে ছিলেন বলেই রাইডটা আমার কাছে উপভোগ্য হয়েছে। আমি অতীত আঁকড়ে পড়ে থাকার মানুষ নই। বর্তমানের গতানুগতিক চাপে পিষ্ট হয়ে অতীত আঁকড়ে পড়ে থাকার সুযোগও কম। তারপরও বলতে চাই, এই রাইডের এত এত স্মৃতি, এত এত অভিজ্ঞতা রোমন্থন করেই এক আয়ুষ্কাল সম্ভবত পার করে দেওয়া সম্ভব!’

আরও পড়ুন>> হাসিমুখে জানাই ‘তেলেগু নেহি আতে’ 

এর আগে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেছেন দুর্গম হিমালয়ের ছয় হাজার ৮১২ মিটার পর্বতশৃঙ্গ আমা দাবলাম। আরও অনেক কীর্তি হয়তো অপেক্ষা করছে স্বপ্নবাজ এই তরুণ পর্বতারোহীর জন্য।

এএসএ/জিকেএস