ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

একদিনের ত্রিশাল ভ্রমণে যা যা দেখবেন

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থান ময়মনসিংহের ত্রিশাল। কিশোর নজরুলকে ত্রিশালে নিয়ে আসেন আসানসোলে কর্মরত কাজীর শিমলা গ্রামের দারোগা কাজী রফিজউল্লাহ।

১৯১৪ খ্রিস্টাব্দে নজরুলকে ত্রিশালে এনে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে (বর্তমান সরকারি নজরুল একাডেমি) সপ্তম শ্রেণিতে ভর্তি করে দেন রফিজউল্লাহ দারোগা।

বিদ্রোহী কবি নজরুলের স্মৃতিধন্য ত্রিশালের পরতে পারতে মিশে আছে নজরুলের নাম। এখনো যেন ত্রিশালময় নজরুল, নজরুলময় ত্রিশাল।

নজরুলপ্রেমী, সাহিত্য ও কবিতাপ্রেমীদের ভ্রমণতালিকার শীর্ষে থাকে ময়মনসিংহের ত্রিশাল। নজরুলের স্মৃতিতে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ছাড়াও ভ্রমণপিয়াসীদের তৃষ্ণা মেটানোর যথেষ্ট দর্শনীয় স্থান ত্রিশালে আছে। একদিনের ত্রিশাল ভ্রমণে যা যা না দেখলেই নয় সে সম্পর্কে জেনে নিন-

একদিনের ত্রিশাল ভ্রমণে যা যা দেখবেন

কাজীর শিমলার নজরুল স্মৃতিকেন্দ্র

কবির স্মৃতি রক্ষার্থে কাজীর শিমলা গ্রামে ২০০৮ সালের ২৫ আগস্ট প্রতিষ্ঠিত হয় স্মৃতিকেন্দ্রটি। সেখানে ঢুকতেই দেখবেন নজরুল পাঠাগার।

নজরুলের নিজের হাতে লেখা বই, নজরুলকে নিয়ে রচনা, সমালোচনা ও গবেষণা প্রবন্ধের বিশাল সমাহার আছে এখানে। নজরুলের গানের রেকর্ডও আছে। নজরুল যে ঘরটিতে ছিলেন সেটি নতুন করে নির্মাণ করা হয়েছে।

আছে দৃষ্টিনন্দন বৃক্ষবাগান, যার প্রতিটি গাছের নামকরণ করা হয়েছে নজরুলের কবিতা ও গানে উল্লেখিত গাছগুলোর নামে। নজরুলের ব্যবহৃত খাট, গোসলের পুকুরও আছে সংরক্ষিত।

যে বটগাছের নিচে বাঁশি বাজাতেন কবি, সুযোগ হবে সেটিও দেখার। সৌভাগ্য থাকলে চোখে পরবে এখানে মাঝে মধ্যে বসা কবি সাহিত্যিকদের আসর।

একদিনের ত্রিশাল ভ্রমণে যা যা দেখবেন

বিচ্যুতিয়া ব্যাপারীবাড়ির নজুরুল স্মৃতিকেন্দ্র

কবি নামাপাড়ার ব্যাপারীবাড়িতে জায়গীর (জমিদার ব্যবস্থা) থাকতেন। কাজীর শিমলার স্মৃতিকেন্দ্রটির সঙ্গে এটিও একই সময়ে নির্মাণ করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্মৃতিকেন্দ্র দুটি নির্মিত। এখানে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি জাদুঘর, লাইব্রেরি ও অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে।

জাদুঘরে কবির স্ব-হস্তে লিখিত বেশ কিছু দুর্লভ পান্ডুলিপি, কবির ব্যবহৃত কিছু দুস্প্রাপ্য সামগ্রী ও কবির কর্মময় জীবনের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র সরক্ষিত আছে। স্থানটি শুধু নজরুল গবেষকই নয়, সাধারণ মানুষের জন্যও একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

দেশ-বিদেশের খ্যাতিমান নজরুল গবেষক, শিল্পীগণ ও তদুপরি দেশের বরেণ্য ব্যক্তিবর্গ এই কেন্দ্র ভ্রমণে এসে বেশ কিছু গাছের চারা রোপন করেছেন। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে এখানে।

একদিনের ত্রিশাল ভ্রমণে যা যা দেখবেন

সরকারি নজরুল একাডেমি

কিশোর নজরুলকে এনে এই স্কুলেই ভর্তি করান রফিজউল্লাহ দারোগা। স্কুলটির তৎকালীন নাম ছিল দরিরামপুর হাইস্কুল। ত্রিশাল বাসস্ট্যান্ডের পাশেই অবস্থিত স্কুলটি। প্রবেশ করা মাত্রই নজরে আসবে বিশাল মাঠ। মাঠের শেষে দৃষ্টিনন্দন নজরুল মঞ্চ। এই স্কুল মাঠেই প্রতিবছর আয়োজিত হয় নজরুল জন্মজয়ন্তী।

একদিনের ত্রিশাল ভ্রমণে যা যা দেখবেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

কবির স্মরণে তার স্মৃতিবিজরিত বটতলাতে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। কবি নজরুল ছোট বেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল উপজেলার নামাপাড়া এলাকায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।

এখানে বর্তমানে প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়টি জুড়ে রয়েছে নজরুলের আনাগোনা। পুরনো দুটি আবাসিক হলের নাম- অগ্নিবীণা ও দোলনচাঁপা।

ক্যাফেটেরিয়ার নাম চক্রবাক। মেডিকেল সেন্টারটির নাম ব্যথার দান। বাসগুলোরও নামকরণ করা হয়েছে কবির সাহিত্যকর্মের নামে। আছে জয় বাংলা, বঙ্গবন্ধু ও নজরুল ভাষ্কর্য।

একদিনের ত্রিশাল ভ্রমণে যা যা দেখবেন

চেচুয়া বিল

প্রায় ২০ একর জায়গাজুড়ে বিস্তীর্ণ এ বিলটি। লাল শাপলার ফাঁকে ফাঁকে হঠাৎ দেখা মেলে সাদা ও বেগুনি শাপলা। সঙ্গে ভাসমান কচু ফুলের সাদা আভা এখানকার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। প্রকৃতির এই সম্মোহনী রূপ যে কোনো প্রকৃতিপ্রেমীর মনে দোলা দিয়ে যায় মূহুর্তেই।

পুরো বিলের বুকজুড়ে মৌসুমের সময় লাল শাপলার অপরূপ দৃশ্য দেখা যায়। শিশির ভেজা রোদমাখা সকালের জলাশয়ে চোখ পড়লে রং-বেরংয়ের শাপলার বাহারি রূপ দেখে চোখ জুড়িয়ে যায়।

একদিনের ত্রিশাল ভ্রমণে যা যা দেখবেন

ত্রিশালে যেভাবে যাবেন

ঢাকা থেকে রেলপথ ও সড়কপথ দুই উপায়েই যাওয়া যায় ত্রিশালে। রেলপথে আসলে ১৬০-২৫০ টাকা খরচ হবে। ময়মনসিংহ স্টেশনে নেমে লোকাল বাস বা সিএনজিতে ত্রিশালে আসতে পারবেন। সড়কপথে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি ত্রিশাল আসা যায়। ভাড়া লাগবে ২৫০-৩৫০ টাকা।

আহসান হাবীব/জেএমএস/জেআইএম

আরও পড়ুন