ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

করোনামুক্ত ৫ দেশে নেই মাস্কের ব্যবহার!

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২০ মে ২০২১

মহামারি করোনাভাইরাস সংক্রমণের ভয়ে বিশ্ব যেখানে তটস্থ; সেখানে বেশ কয়েকটি দেশ কোভিড-১৯ মুক্ত হয়েছে। এসব দেশের মানুষ এখন মাস্ক পরাও বন্ধ করে দিয়েছে। ভারতের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে করোনায় সংক্রমিত হয়ে। এদেশেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

বিশ্বব্যাপী এখন সবাই মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলছে। সেখানে বিশ্বের বেশ কয়েকটি দেশের মানুষ কি-না মাস্ক ছাড়াই সুরক্ষিত আছে। মহামারি করোনার শুরু থেকেই সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করায় সাফল্যের মুখ দেখেছে বিশ্বের ৫ দেশ। চলুন জেনে নেওয়া যাক কোন দেশগুলো করোনামুক্ত-

jagonews24

ইসরায়েল

ইসরায়েল বিশ্বের প্রথম দেশ, যারা কি-না সবার আগে করোনামুক্ত হয়েছে। ইসরায়েল কোভিডমুক্ত হিসেবে ঘোষণা করেছে। সরকার বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি মূলতবি করেছে।

jagonews24

ইসরায়েলের সবাই এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সেখানকার প্রায় ৭০ শতাংশ জনগোষ্ঠী ভ্যাকসিন নিয়েছেন এবং মাস্কমুক্ত জীবনযাপন করছেন।

ভুটান

ভুটান টিকা প্রদানের মাধ্যমে করোনা যুদ্ধে জয়লাভ করেছে। মাত্র দুই সপ্তাহের মধ্যেই ভুটানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি টিকা গ্রহণ করেছে। মহামারি শুরুর পর থেকে ভুটানে মাত্র একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

jagonews24

যদিও ভুটান, ভারত এবং চীন প্রতিবেশী দেশ হওয়ায় তারাও ঝুঁকির মধ্যে ছিল। তবে সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশটিতে করোনা মারাত্মক হয়ে ওঠেনি। সেইসঙ্গে ভুটান লকডাউনে না গিয়েও মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল!

আমেরিকা

যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে টিকাপ্রাপ্ত জনগণেরা সরকারের নির্দেশনা অনুযায়ী, কিছু ক্ষেত্রে মাস্ক নাও পরতে পারবে। তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব নাগরিকরা কোভিড ভ্যাকসিন নিলেই স্বাধীনভাবে জীবন-যাপন করতে পারবে।

jagonews24

তবে বাইরে চলাচল, দৌড়াদৌড়ি, হাঁটাচলা বা বাইক চালানোসহ ভিড়ের মধ্যে থাকার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সিডিসি।

নিউজিল্যান্ড

করোনা পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার জেরে নিউজিল্যান্ড মহামারিতে জয়লাভ করেছে। মহামারি শুরুর পর থেকে দেশটির প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডার্নকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব। নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

jagonews24

সরকারের দ্রুত পদক্ষেপ এবং সিদ্ধান্তের কারণে নিউজিল্যান্ড আজ মাস্কমুক্ত। মাত্র কয়েকদিন আগে অকল্যান্ডে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল, যেখানে সামাজিক দূরত্ব এবং মুখোশের প্রয়োজনীয়তা ছাড়াই প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন!

চীন

করোনা মহামারি চীন থেকেই বিস্তার লাভ করে, এ তথ্য সবারই জানা আছে। তবে বর্তমানে চীনের সব নাগরিক কোভিড ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে করোনামুক্ত হয়েছে।

jagonews24

চীনের মানুষেরা এখন মুখোশ ছাড়াই চলাফেরা করছে। তারা এখন জীবনযাপন করছে। করোনায় বিধ্বস্ত চীন এখন তার পর্যটনও খুলেছে। থিম পার্ক, রেস্তোঁরা ও হোটেলগুলো এখন সম্পূর্ণ উন্মুক্ত।

জেএমএস/এএসএম

আরও পড়ুন