ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

করোনার মধ্যেও বিত্তশালীদের বিলাসী ভ্রমণ

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০১ মে ২০২০

করোনাভাইরাসের কারণে ভয়ে কাঁপছে সারা বিশ্ব। চাকরি হারিয়ে বা হারানোর আশঙ্কায় মাথা খারাপ হয়ে যাচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের। পেটের দায়ে বিভিন্ন সংস্থার বিলি করা খাবার নিতে লাইন দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্র মানুষ। এই তো বর্তমানের চিত্র।

এর বাইরেও কিছু চিত্র আছে। যা সবার চোখে ধরা পড়ে না। আড়ালের সেই চিত্র কেবল বিত্তশালীদের। করোনাভাইরাসের মধ্যেও তাদের বিলাসী ভ্রমণ থেমে নেই। বরং এই তো সুযোগ। গরিবের যেখানে ত্রাহি ত্রাহি অবস্থা; সেখানে এসবের কোনো প্রভাব পড়েনি বিশ্বের বিত্তশালীদের জীবনযাপনে।

জানা যায়, গত মার্চ মাসের শেষ দিকেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমেরিকার মিডিয়া মোঘল ডেভিড গেফেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছে নিজের বিলাসবহুল জাহাজে ভাসতে ভাসতে সূর্যাস্তের ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি আবার বিশ্ববাসীর সুরক্ষার জন্য চিন্তাও প্রকাশ করেছিলেন।

geffen-cover

মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া সেই ছবিতে বিশ্বের গরিব মানুষদের অসহায়ত্ব নিয়ে ধনীদের উন্নাসিকতাকে বিদ্রুপ করে প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই। শুধু গেফেনই নয়, বিভিন্ন দেশে লকডাউন ঘোষণার পরই বিত্তশালীরা ব্যক্তিগত বিমানে তাদের বিলাসবহুল খামারবাড়ি, সমুদ্রপাড়ের রিসোর্ট বা ব্যক্তিগত জাহাজে পাড়ি দিয়েছেন।

তাদের এই বিলাসবহুল আস্তানায় রয়েছে জিম, সানবাথ, সুইমিং পুল, জাকুজি, গ্যারেজ, গ্রিন হাউসের মতো আরামদায়ক জিনিসপত্র। যেখানে থাকলে পৃথিবীর এমন দুর্ভোগ তাদের স্পর্শই করতে পারবে না। বরং ভ্রমণ করার মতো নিরিবিলি পরিবেশ তারা পেয়ে গেলেন।

তবে এর বাইরেও অনেকে রয়েছেন। যারা ইতোমধ্যেই করোনা খাতে কিছু দান করেছেন। ফোর্বস ম্যাগাজিনের মতে, ২০১৯ সালে যেখানে ২১৫৩ জন কোটিপতি এ ধরনের সমস্যায় অনুদান দিয়েছিলেন; সেখানে এ বছর এ পর্যন্ত ২০৯৫ জন কোটিপতি অনুদান দিয়েছেন।

এসইউ/পিআর

আরও পড়ুন