সিকিমে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
পর্যটকদের জনপ্রিয় ভ্রমণ স্পট ভারতের সিকিমে বাংলাদেশিসহ সব পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সিকিমের ট্যুরিজম ও সিভিল এভিয়েশন বিভাগকে এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে সিকিম সরকার। এই ট্যুরিজম ও সিভিল এভিয়েশন বিভাগ থেকেই পর্যটকদের সিকিম ও গ্যাংটক প্রবেশের অনুমতি (পারমিট) দেয়া হতো।
চিঠিতে সিকিমের স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, দেশে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় ৫ মার্চ থেকে ভুটানের নাগরিকসহ যে কোনো বিদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেয়া হবে না। সংশ্লিষ্ট ট্যুর অপারেটরসহ সবাইকে আদেশটি জানিয়ে দিতে বলেছে সিকিম সরকার।
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়াদের মধ্যে ৫২ শতাংশ (পর্যটক, ব্যবসায় ও চিকিৎসার জন্য) ভারতে গেছেন।
এআর/এএইচ/জেআইএম