সড়কপথে ১ লাখ কিলোমিটার ভ্রমণে প্রথম বাংলাদেশি
প্রথম বাংলাদেশি হিসেবে সড়কপথে ১ লাখ কিলোমিটার ভ্রমণের গৌরব অর্জন করেছেন বিশ্ব পর্যটক তানভীর অপু। বাংলাদেশের এ কৃতি সন্তান এ পর্যন্ত ৬৮টি দেশের ৭১৫টি শহর ভ্রমণ করেছেন। বর্তমানে বসবাস করছেন ফিনল্যান্ডে। তিনি সড়কপথেই এতগুলো শহর ভ্রমণ করেন।
তানভীর অপু জানান, ২০০৬ সালে তিনি জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, লিথেনেস্টাইন ও চেক রিপাবলিকের ১০ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।
২০০৮ সালে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়ার ৭ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। একই বছর ল্যাপল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের ৬ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। এছাড়া মিশরের কায়রো, আলেকজান্দ্রিয়া, আবু সিম্বল ১১ দিনে ৫ হাজার মিটার ভ্রমণ করেন। সে বছর ইসরায়েল ও ফিলিস্তিনের ২ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।
২০১৪ সালে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, ইউক্রেন, মালডোভা, মন্টিনিগ্রো, সার্বিয়া, গ্রিস, আলবেনিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, বসনিয়া, কসোভোর ১২ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। একই বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ক্যানবেরার ৩ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।
২০১৭ সালে ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যাণ্ডের ৫ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। এর পরের বছর আমেরিকার ৩০টি রাজ্যে ৩৫ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।
২০১৯ সালে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ের ৬ হাজার কিলোমিটার ভ্রমণ করেন। একই বছর পাঞ্জাব, মানালি, দিল্লি ও কুল্লুর ৫ হাজার কিলোমিটার ভ্রমণ করেন।
তানভীর অপু জাগো নিউজকে বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে আমিই সড়কপথে ১ লাখ কিলোমিটার ভ্রমণ করেছি। একই দেশে বা শহরে একাধিকবার ভ্রমণ করেছি। যে শহরটি ভালো লেগেছে, সেখানে মনের টানে আবারও ছুটে গিয়েছি। ভবিষ্যতে আরও ভ্রমণ করার ইচ্ছা আছে।’
এসইউ/পিআর