ঈদের ছুটিতে যেভাবে নিরাপদে বাড়ি যাবেন
ঈদের সময় ঘরমুখো মানুষের ঢল নামে রেল স্টেশন, লঞ্চঘাট, বাসস্ট্যান্ডে। পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ মানুষ নাড়ির টানে গ্রামে ফিরে যায়। এর জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে হয়। চিন্তা করতে হয় অনেক বিষয়ে। নিরাপদে বাড়ি পৌঁছানোর কিছু পরামর্শ রইলো আজ-
১. যাত্রার আগেই নির্ধারিত সময়ের মধ্যে বাহনের টিকিট সংগ্রহ করে ফেলুন।
২. প্রয়োজনীয় জিনিসপত্র আগেই গুছিয়ে রাখুন। প্রয়োজনের অতিরিক্ত জিনিস ভ্রমণে বিঘ্ন ঘটাতে পারে।
৩. নদীপথে লাইফ জ্যাকেট সঙ্গে নিন। সাঁতার না জানলে আগেই শিখে নিন।
৪. গাড়িতে ওঠার আগে পারলে চালক সম্পর্কে জেনে নিন।
৫. লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না। প্রয়োজনে পরের লঞ্চের জন্য অপেক্ষা করুন।
৬. স্পিড বোটে ধারন ক্ষমতার বেশি যাত্রী উঠতে দিবেন না।
৭. গাড়ি চালানোর সময় চালককে মুঠোফোনে কথা বলা থেকে বিরত রাখুন।
> আরও পড়ুন- শিশুর ছুটিতে বাবা-মাও ঘুরে আসুন
৮. পাশাপাশি দু’টি গাড়ি প্রতিযোগিতা করলে দু’জনকেই থামানোর চেষ্টা করুন।
৯. ভ্রমণের সময় মালামাল নিজ দায়িত্বে রাখুন। সঙ্গে পর্যাপ্ত ভাঙতি টাকা রাখুন।
১০. অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না।
১১. ভ্রমণের আগে রাস্তার আপডেট জানতে গুগল ম্যাপের সাহায্য নিন।
১২. গাড়িতে বসে জানালার বাইরে হাত-মাথা রাখবেন না।
১৩. যাত্রাপথে বিশুদ্ধ পানি সঙ্গে রাখুন। ভুলেও ডাব খাবেন না।
১৪. বমি করার অভ্যাস থাকলে ওষুধ, পলিথিন বা কমলা রাখতে পারেন।
১৫. প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধ-পথ্য সঙ্গে রাখতে পারেন।
১৬. যে কোনো স্টেশনে দালাল থেকে সাবধানে থাকুন।
১৭. ব্যবহৃত হেডফোন ও পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।
১৮. নিরাপত্তাজনিত প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন।
১৯. জাল নোট থেকে সাবধান। প্রয়োজনে যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে নিবেন।
২০. স্টপেজে এলে বাহন থেকে নামার আগে মালামাল বুঝে নিন।
এসইউ/পিআর