ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

গারওয়াল হিমালয়ে লাল-সবুজের পতাকা

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৯ মে ২০১৮

ভারতের উত্তরখণ্ড অঞ্চলের গারওয়াল হিমালয়ের দ্রুপদী কা ডান্ডা-২ এর চূড়ায় লাল-সবুজের পতাকা উড়ান বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য ইকরামুল হাসান শাকিল। ১৮ হাজার ৭১১ ফুট উঁচু পর্বতশীর্ষে ১৪ মে ভারতীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে বাংলাদেশের এই অভিযাত্রী পা রাখেন।

ভারতীয় সেনাবাহিনী পরিচালিত উত্তরকাশির নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে ২৮ দিনের পর্বত আরোহণের উচ্চতর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি এ অভিযানে যোগ দেন। ১৪ মে রাত ৩টায় ১৬ হাজার ১১ ফুট উচ্চতার ক্যাম্প-১ থেকে মূল অভিযান শুরু হয় এবং সকাল ৯টা ২২ মিনিটে তারা চূড়ায় পৌঁছান।

অভিযানে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আমেরিকা ও সুইডেনের ৪২ জন অংশ নেন। সবশেষে ৩৯ জন এ অভিযানে সফল হন।

এসইউ/এমএস

আরও পড়ুন