ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

ঘুরতে গেলে যা যা দরকার

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৭ মে ২০১৮

ঘুরতে গেলে অনেক কিছুই প্রয়োজন হয়। তা বলে কি সব কিছুই নেওয়া যায়? নিতে হয় প্রয়োজনীয়তা বিবেচনা করে। যেগুলোর দরকার খুব বেশি, বেছে বেছে সেগুলোই সঙ্গে নিন। তাহলে এবার জেনে নিন দরকারি জিনিসগুলো সম্পর্কে-

কী কী দরকার 

১. পাসপোর্ট, ট্র্যাভেল ভিসা, ফ্লাইটের টিকিট ও ভ্রমণ সম্পর্কীয় যাবতীয় কাগজপত্র নকলসহ হাতের কাছে রাখুন। তবে আসল এবং নকল- সব রকম কাগজই আলাদা করে রাখবেন।

২. আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখুন। এর জন্য অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মাধ্যমে আবেদন করতে হবে। বিকল্প হিসেবে নিজস্ব ড্রাইভিং লাইসেন্সটি কাছে রাখুন। লাইসেন্সে ছবি থাকায় পরিচয়পত্রের কাজ হবে।

৩. কাগজে রক্তের গ্রুপ, অ্যালার্জি ও বিশেষ শারীরীক অবস্থা অথবা পুরনো অসুখ সম্পর্কে লিখে কাছে রাখুন। এর সঙ্গে রাখুন নিজস্ব চিকিৎসকের নাম, ঠিকানা ও ফোন নম্বর।

৪. চশমা ব্যবহার করলে অতিরিক্ত এক জোড়া চশমা নিন। সঙ্গে নেওয়া ওষুধপত্রের একটি তালিকা হ্যান্ডব্যাগে রাখুন।

যা রেখে যাবেন 

১. পাসপোর্ট, ট্র্যাভেল ভিসা, ফ্লাইটের টিকিট ও ভ্রমণ সম্পর্কীয় যাবতীয় কাগজপত্রের নকল এবং ক্রেডিট কার্ডের স্টেটমেন্টের সাম্প্রতিক কপি।

২. ভ্রমণের সময়সূচি ও দরকারি ফোন নম্বর।

৩. ট্র্যাভেলার্স চেকের সিরিয়াল নম্বরসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী।

ঝামেলাহীন ভ্রমণ 

১. পাসপোর্টের মেয়াদের তারিখ দেখে নিতে হবে।

২. প্রতিটি ট্র্যাভেলার্স চেকের ওপরের বা কোণে নিজের নাম সই করে রাখুন। কারণ এটি হারিয়ে গেলে অথবা চুরি হলে কাজে লাগবে।

৩. প্রতিটি লাগেজের ভেতরে নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর লেখা লেবেল রাখুন।

৪. যাওয়ার আগে সঙ্গে নেওয়া দামি জিনিসপত্র কাস্টমসে রেজিস্ট্রার করে রাখুন। ফেরার পথে অযথা আমদানি শুল্ক দেওয়ার হাত থেকে রেহাই পাবেন।

৫. আরামদায়ক পোশাকে ভ্রমণ করুন। এতে অহেতুক দৃষ্টি আকর্ষণ করার বিপদ এড়ানো যায়।

সাবধানতা 

১. মালপত্র ছেড়ে দূরে কোথাও যাবেন না।

২. হালকা মালের প্রতি খেয়াল রাখুন, বিশেষত সিকিউরিটি তল্লাসির সময়।

৩. মুদ্রা বিনিময় করার সময় একবারে মোটা টাকার চেয়ে বারে বারে অল্প পরিমাণ বিনিময় করুন।

৪. যাত্রা শুরুর সময় মালপত্রের একটি তালিকা তৈরি করে কাছে রাখুন।

এসইউ/পিআর

আরও পড়ুন