ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

ভারতীয়রা বেশি ঘুরতে যান কোন দেশে

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৮

পর্যটন শিল্পের ক্ষেত্রে ভারত পিছিয়ে নেই। প্রতি বছর ভারতে ঘুরতে যায় অনেক দেশের মানুষ। আর ভারতীয়রাও ঘুরতে যান বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড সূত্রে এমনটিই জানা গেছে।

জানা যায়, সব দেশেই মানুষের জীবনধারা বদলেছে। পাশাপাশি বদলেছে পর্যটন শিল্পও। কারণ প্রত্যেক দেশই চায় বিদেশি পর্যটকের ভিড় বাড়ুক। ফলে স্থানীয়দের অর্থ উপার্জনের একটি উপায় বের হয়, তেমনই আর্থিক সমৃদ্ধিও বাড়ে।

অনেক দেশ বা শহর রয়েছে কৃষিকাজের প্রচলন নেই। তারা শিল্পোন্নতও নয়। তবুও সেখানকার আর্থিক অবস্থা ভালো। কারণ সেখানে পর্যটন শিল্পকে উন্নত করা হয়েছে। এমন একটি দেশ সিঙ্গাপুর। সব রকম আয়োজনই রয়েছে এই দ্বীপ-দেশে।

পৃথিবীর প্রায় সব দেশের মানুষই এখানে ঘুরতে যান। তবে এ যাত্রায় এগিয়ে আছে ভারত। এখানে ২০১৭ সালে ভারতীয় পর্যটকের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। সেই সংখ্যা প্রায় ১ লাখ ২৭ হাজার। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড এমন তথ্যই প্রকাশ করেছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত তিন বছরে সিঙ্গাপুরে সবচেয়ে বেশি ঘুরতে গিয়েছেন ভারতীয়রা। ২০১৬ সালে সংখ্যাটি ১০ লাখের গণ্ডি পার হয়েছিল।

এসইউ/জেআইএম

আরও পড়ুন