ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

হুইসেলের সমুদ্রযাত্রা ও দ্বীপভ্রমণ

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ এএম, ১১ ডিসেম্বর ২০১৭

রবীন্দ্রনাথের বিখ্যাত পঙক্তি ‘ঘর হইতে দুই পা ফেলিয়া’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করলো নতুন ধারার ভ্রমণসেবা প্রতিষ্ঠান ‘হুইসেল’। শুধু ভ্রমণ নয়, ভ্রমণের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পর্যটকদের পরিচয়ের প্রয়াস নিয়ে নিজেদের ট্যুর প্যাকেজগুলো সাজাবে ‘হুইসেল’।

শীতের হিমেল হাওয়ায় জমে উঠেছে দেশের পর্যটনস্থানগুলো। জমে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকতও। ব্যক্তি উদ্যোগে ভ্রমণের পাশাপাশি বিভিন্ন ভ্রমণসেবা প্রতিষ্ঠানের সাহায্যেও মানুষ ছুটছে তাদের ছুটির দিনগুলোকে রাঙাতে। অন্য সময়ের তুলনায় চাহিদার পাশাপাশি ভাড়া বেড়েছে রিসোর্টগুলোর, বেড়েছে খাবারের দামও। পর্যটকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, পড়তে হচ্ছে নানা ঝামেলায়।

এসব ঝামেলা থেকে মুক্তি দিতে নানা ধরনের প্যাকেজ ট্যুরের আয়োজন করছে বিভিন্ন ভ্রমণসেবা প্রতিষ্ঠান। ফেসবুককেন্দ্রিক প্রচার-প্রচারণায় এসব প্রতিষ্ঠান নিয়মিতই ট্যুরের আয়োজন করছে। নির্দিষ্ট প্যাকেজের আওতায় চাইলেই ঘুরে আসতে পারেন আপনার পছন্দের জায়গাগুলো থেকে।

আনন্দময় ভ্রমণসেবা’র অঙ্গীকার নিয়ে বৈচিত্র্যময় আয়োজনে ‘হুইসেল’ তাদের প্রথম ট্যুর প্যাকেজ সাজিয়েছে। ‘সমুদ্রযাত্রা ও দ্বীপভ্রমণ’র এই প্যাকেজে হুইসেল আপনাকে নিয়ে যাবে কক্সবাজার-মহেশখালী। তিন রাত-তিন দিনের প্যাকেজটির যাত্রা শুরু হচ্ছে ২১ ডিসেম্বর রাতে, শেষ হচ্ছে ২৪ ডিসেম্বর।

প্যাকেজে আরামদায়ক রিসোর্টে থাকা, নিজস্ব বাবুর্চির হাতে রান্না, সামুদ্রিক মাছের স্বাদ উপহার দেবে হুইসেল। প্রথম দিনের আয়োজনে সারাদিন কক্সবাজার সমুদ্রসৈকত, হিমছড়ি কিংবা ইনানি বিচে ঘোরাঘুরির পাশাপাশি থাকবে বিশেষ আয়োজন ঘুড়ি উৎসব। সম্প্রতি উদ্বোধন হওয়া আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরার সুযোগ।

দ্বিতীয় দিনের আয়োজনে ট্রলারে সমুদ্র পাড়ি দিয়ে মহেশখালী দ্বীপে যাওয়া। সারা দিন পাহাড়ি আবহে ঘোরাঘুরি, ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির। দুপুরে ট্রলারেই রান্না হবে সমুদ্র থেকে ধরে আনা তাজা সামুদ্রিক মাছ, ট্রলারে কলাপাতায় পরিবেশন করা হবে দুপুরের খাবার। নদীপথে ফেরার সময় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আঞ্চলিক গান। সূর্যাস্তের মুহূর্তে সমুদ্রকে নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতায় হাতে হাত রেখে দেশের পতাকা মাথায় সবাই একবার দাঁড়াবেন। সন্ধ্যায় ফিশ বারবিকিউ পার্টির আয়োজনের পাশাপাশি থাকবে আদিবাসী নৃত্য। কক্সবাজার থেকে ফেরার পথে থাকবে রামুর বৌদ্ধবিহার দর্শন।

এ বিশাল ব-দ্বীপে সমুদ্রতীরের মানুষ হয়ে সমুদ্রে না গেলে চলে? মাত্র ৮ হাজার ৫শ’ টাকায় তিন দিন-তিন রাতের এ ভ্রমণে চাইলেই ঘুরে আসতে পারেন প্রিয় সমুদ্রে। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.facebook.com/Whistletrip ঠিকানায়। যোগাযোগ করতে পারেন ০১৬৪১০৫২৬২৫ নম্বরে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন