পাওয়া যাচ্ছে সি টু সামিট এভারেস্টের স্যুভিনিয়র টি-শার্ট

সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়ার মিশনে নেমেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। গত ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় ইনানি সমুদ্রসৈকত থেকে তার অভিযান শুরু হয়। অভিযানটি সম্পন্ন হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানিও তার সামনে।
তার এই সাফল্যের অংশীদার হতে পারেন আপনিও। কেননা সি টু সামিট এভারেস্ট অভিযানে সহায়তা করতে পারবেন যে কেউ। তার জন্য আপনাকে কিনতে হবে শুধু একটি টি-শার্ট। এমন উদ্যোগের কথা জানালেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল নিজেই। ১২ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টের মাধ্যমে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইকরামুল হাসান শাকিল লিখেছেন, ‘‘সি টু সামিট এভারেস্ট’ শুধু একটি অভিযান নয়। এটি একটি প্রতিজ্ঞা। একটি সচেতনতা আন্দোলন। সিঙ্গেল-ইউজড প্লাস্টিক ও কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষার এই ঐতিহাসিক যাত্রায় আপনি কীভাবে অংশ নিতে পারেন? খুব সহজ! অভিযানের অফিসিয়াল স্যুভিনিয়র টি-শার্ট সংগ্রহ করে!’
তিনি লিখেছেন, ‘এই টি-শার্ট শুধু কাপড় নয়, এটি একটি বার্তা। আপনি পরিবেশ রক্ষায় সচেতন, আপনি পরিবর্তনের সঙ্গী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আপনার কেনা একটি টি-শার্ট এই অভিযানে সহায়তা করবে এবং আপনাকেও যুক্ত করবে এই ঐতিহাসিক যাত্রার অংশ হিসেবে। অভিযানের পাশে থাকুন, সচেতনতা ছড়িয়ে দিন, পরিবর্তনের অংশ হোন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
টি-শার্টের সঙ্গে যুক্ত এই অভিযানের স্বেচ্ছাসেবী কায়সার আহমেদ বলেন, ‘সি টু সামিট এভারেস্ট অভিযানে অনেক অর্থের প্রয়োজন। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে সাহায্য করছে। তারপরও শাকিল ভাইয়ের উদ্যোগে স্যুভিনিয়র টি-শার্ট বিক্রি করা হচ্ছে। বিক্রির পুরো টাকাই এই অভিযানে ব্যয় করা হবে।’
তিনি বলেন, ‘শাকিল ভাইয়ের পাশে দাঁড়াতে আপনারা সংগ্রহ করতে পারেন ‘সি টু সামিট এভারেস্ট ২০২৫’ স্যুভিনিয়র টি-শার্টটি! আমার ০১৭১৯৯১৩০৫২ নম্বরে ফোন করে, শাকিল ভাইয়ের পোস্টের কমেন্টে অথবা ইনবক্সে সাইজ উল্লেখ করে অর্ডার করতে পারেন।’
এই যাত্রাপথের প্রধান পৃষ্ঠপোষক শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। রেডিও পার্টনার জাগো এফএম, নিউজ পার্টনার জাগোনিউজ২৪.কম। গিয়ার পার্টনার মাকালু-ই-ট্রেডার্স নেপাল। ওরাল হেলথ পার্টনার সিস্টেমা টুথব্রাশ।
বিজ্ঞাপন
এসইউ/এমএস
আরও পড়ুন
বিজ্ঞাপন