ভিডিও EN
  1. Home/
  2. বিষয়
  3. »
  4. নাব্য-সংকট

নদীর নাব্য সংকট - খবর

নদীতে পলি জমে নাব্যতা-সংকট সৃষ্টি হয় মূলত প্রাকৃতিক কারণে। আর শুষ্ক মৌসুমে নৌপথে চর ও ডুবোচর জেগে ওঠা নতুন কিছু নয়। কিন্তু নিয়মিত খনন না করার কারণে বাংলাদেশে শত শত নদ-নদী ও সেগুলোর নৌপথের নাব্যতা-সংকট দিন দিন প্রকট হচ্ছে। খনন করে গুরুত্বপূর্ণ নৌপথগুলো সচল রাখার একটা চেষ্টা থাকে বটে, তবে বেশির ভাগ ক্ষেত্রে তা সীমিত পরিসরেই দেখা যায়। এটা মোটেই কাম্য নয়।