ভিডিও EN
  1. Home/
  2. বিষয়
  3. »
  4. নদী-দূষণ

নদী দূষণ

নদী পরিবেশের বিচিত্র অনুষঙ্গ। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক বাংলাদেশ। ছোটবড় সাত শতাধিক নদ-নদী বাংলাদেশের বুক জুড়ে প্রবাহিত। এসব নদ-নদী আছে বলেই বাংলাদেশ শস্য শ্যামলে ভরে ওঠে। কৃষি নির্ভর বাংলাদেশের পেছনে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর জলে বয়ে আসে পলি। তাই বাংলার মাটি অতি উর্বর। অথচ এই নদীগুলোকে এক শ্রেণির মানুষ নিজ স্বার্থে ব্যবহার করে চলেছে। প্রতি নিয়ত চলছে নদী দখল ও দূষণের মতো অপকর্ম।