ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- ১ম পর্ব

প্রকাশিত: ০৭:১১ এএম, ১৯ মে ২০১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।’ কবির সে কথা আজ সত্য। প্রযুক্তির ছোঁয়ায় এখন অনেক অসম্ভবই সম্ভব হয়ে উঠেছে। বদলে গেছে পুরো পৃথিবী। পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতা নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব।

১. প্রশ্ন : বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় কবে?
উত্তর : ১৯৯৩ সালে।

২. প্রশ্ন : বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কবে?
উত্তর : ১৯৯৬ সালে।
 
৩. প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথম সাইবার ক্যাফে চালু হয়?
উত্তর : ১৯৯৯ সালে।

৪. প্রশ্ন : বাংলাদেশে কোথায় প্রথম সাইবার ক্যাফে চালু হয়?
উত্তর : বনানী।
 
৫. প্রশ্ন : বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়?
উত্তর : গাজিপুরের কালিয়াকৈর।

৬. প্রশ্ন : ইন্টারনেটের মাধ্যমে কমখরচে ফোন করার প্রযুক্তির নাম কী?
উত্তর : ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি।

৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানির নাম কী?
উত্তর : সিটিসেল ডিজিটাল।

৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি কত সালে যাত্রা শুরু করে?
উত্তর : ১৯৯৩ সাল।
 
৯. প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম ডাকটিকিট চালু হয় কবে?
উত্তর : ২০ জুলাই ১৯৭১ সাল।
 
১০. প্রশ্ন : বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা কত?
উত্তর : ৯,৮৬০ টি।
 
১১. প্রশ্ন : বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালু হয়?
উত্তর : ১৬ আগস্ট ২০০০।

১২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কী?
উত্তর : ইজি-পোস্ট।

১৩. প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়?
উত্তর : ০৪ জানুয়ারি ১৯৯০।
 
১৫. প্রশ্ন : বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালু হয়?
উত্তর : ১৯৯২ সালে।

১৬. প্রশ্ন : দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানি সার্ভিস প্রদান করছে?
উত্তর : ৬ টি।

১৭. প্রশ্ন : বিটিআরসি কী?
উত্তর : বাংলাদেশ টেলিকম রেগুলারেটরি কমিশন।

১৮. প্রশ্ন : দেশে মাল্টিমিটারিং সিস্টেম চালু হয় কবে?
উত্তর : ৩০ জুন ২০০২।

১৯. প্রশ্ন : বাংলাদেশ বেতার কেন্দ্রগুলো কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর, কুমিল্লা, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, বরিশাল, যশোর ও কক্সবাজার।

২০. প্রশ্ন : বাংলাদেশ বেতার থেকে কোন কোন ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হয়?
উত্তর : বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি ও নেপালি।

এসইউ/আরআইপি

আরও পড়ুন