ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলাদেশের কৃষি- শেষ পর্ব

প্রকাশিত: ০৬:১৬ এএম, ১২ মে ২০১৬

সবুজ-শ্যামল বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের প্রধান অর্থকরী ফসল পাট। যা থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাই বাংলাদেশের কৃষি নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব।

১. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উত্তর : তিস্তা বাধ প্রকল্প।

২. প্রশ্ন : বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কী?
উত্তর : বিআরআরআই।

৩. প্রশ্ন : বিআরআরআই কোথায় অবস্থিত?
উত্তর : গাজীপুর।

৪. প্রশ্ন : বিএডিসি বলতে কী বোঝায়?
উত্তর : Bangladesh Agricultural Development Corporation (বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা)।

৫. প্রশ্ন : জুটন আবিস্কার করেন কে?
উত্তর : ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।

৬. প্রশ্ন : বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমাণ কত?
উত্তর : ০.১৪ একর।

৭. প্রশ্ন: সর্বশেষ কৃষিশুমারী অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ২০০৮ সালে।

৮. প্রশ্ন : সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে?
উত্তর : এসএসপি।

৯. প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭১ সালে।

১০. প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে কার্যক্রম শুরু করে?
উত্তর : ১৯৭৩ সালে।

১১. প্রশ্ন : কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশি পাওয়া যায়?
উত্তর : কৃষ্ণ বঙ্গ।

১২. প্রশ্ন : ভারতের বিহার রাজ্যের যমুনা পাড়ের ছাগলের বংশধর বাংলাদেশে কী নামে পরিচিত?
উত্তর : রাম ছাগল।

১৩. প্রশ্ন : মহিষ প্রজনন খামার কোথায়?
উত্তর : বাগেরহাট।

১৪. প্রশ্ন : বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকার সাভারে।

১৫. প্রশ্ন : বাংলাদেশ কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকার সাভারে।

১৬. প্রশ্ন : দেশে বর্তমানে কয়টি ভেটেরেনারি কলেজ চালু রয়েছে?
উত্তর : ৪টি।

১৭. প্রশ্ন : ছাগল উন্নয়ন খামার কোথায়?
উত্তর : সিলেটের টিলাগড়ে।

১৮. প্রশ্ন : বাংলাদেশের মোট কৃষি জমির পরিমাণ কত?
উত্তর : ২,০৪,৮৪,৫৬১ একর।

১৯. প্রশ্ন : বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমাণ কত?
উত্তর : ১,৭৭,৭১,৩৩৯ একর।

২০. প্রশ্ন : বাংলাদেশে চাষের অযোগ্য জমির পরিমাণ কত?
উত্তর : ২৭,১৩,২২২ একর।

এসইউ/পিআর

আরও পড়ুন