ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক প্রণালী- ২য় পর্ব

প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৫ আগস্ট ২০১৬

সারা বিশ্বের কাছে আন্তর্জাতিক প্রণালীসমূহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন পরীক্ষায় প্রণালী সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। তাই ‘আন্তর্জাতিক প্রণালী’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে-
উত্তর : হরমুজ প্রণালী।

২. প্রশ্ন : ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : হরমুজ প্রণালী।

৩. প্রশ্ন : সিঙ্গাপুরকে মালয় উপদ্বীপ থেকে পৃথক করেছে-
উত্তর : জোহর প্রণালী।

৪. প্রশ্ন : সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে-
উত্তর : মালাক্কা প্রণালী।

৫. প্রশ্ন : বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : মালাক্কা প্রণালী।

৬. প্রশ্ন : সুমাত্রা ও জাভা সাগরকে পৃথক করেছে-
উত্তর : সুন্দা প্রণালী।

৭. প্রশ্ন : ভারত মহাসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : সুন্দা প্রণালী।

৮. প্রশ্ন : চীন ও তাইওয়ানকে পৃথক করেছে-
উত্তর : ফরমোজা প্রণালী।

৯. প্রশ্ন : পূর্ব চীন সাগর ও টংকিং সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : ফরমোজা প্রণালী।

১০. প্রশ্ন : ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে-
উত্তর : পক প্রণালী।

১১. প্রশ্ন : ভারত মহাসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : পক প্রণালী।

১২. প্রশ্ন : এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে-
উত্তর : বসফরাস প্রণালী।

১৩. প্রশ্ন : মরমর সাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : বসফরাস প্রণালী।

১৪. প্রশ্ন : এশিয়া ও আমেরিকাকে পৃথক করেছে-
উত্তর : বেরিং প্রণালী।

১৫. প্রশ্ন : উত্তর সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : বেরিং প্রণালী।

১৬. প্রশ্ন : দক্ষিণ কোরিয়া ও জাপানকে পৃথক করেছে-
উত্তর : কোরিয়া প্রণালী।

১৭. প্রশ্ন : কিউবা ও ফ্লোরিডাকে পৃথক করেছে-     
উত্তর : ফ্লোরিডা প্রণালী।     

১৮. প্রশ্ন : মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : ফ্লোরিডা প্রণালী।

১৯. প্রশ্ন : মরক্কো (আফ্রিকা) ও স্পেনকে (ইউরোপ) পৃথক করেছে-
উত্তর : জিব্রাল্টার প্রণালী।

২০. প্রশ্ন : উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : জিব্রাল্টার প্রণালী।

এসইউ/পিআর

আরও পড়ুন