ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বিভিন্ন বিষয়ের জনক- ২য় পর্ব

প্রকাশিত: ১০:১৩ এএম, ২২ আগস্ট ২০১৬

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বিভিন্ন বিষয়ের জনক’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : প্রাণিবিজ্ঞানের জনক কে?
উত্তর : এরিস্টটল।

২. প্রশ্ন : বংশগতি বিদ্যার জনক কে?
উত্তর : গ্রেগর জোহান মেন্ডেল।

৩. প্রশ্ন : বাংলা উপন্যাসের জনক কে?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৪. প্রশ্ন : বাংলা কবিতার জনক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

৫. প্রশ্ন : বাংলা গদ্যের জনক কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৬. প্রশ্ন : বাংলা নাটকের জনক কে?
উত্তর : দীনবন্ধু মিত্র।

৭. প্রশ্ন : বাংলা ছোটগল্পের জনক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

৮. প্রশ্ন : বীজ গণিতের জনক কে?
উত্তর : আল-খাওয়ারিজমী।

৯. প্রশ্ন : ভূগোলের জনক কে?
উত্তর : ইরাতেস্থিনিস।

১০. প্রশ্ন : মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : উইলহেম উন্ড।

১১. প্রশ্ন : রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : এরিস্টটল।

১২. প্রশ্ন : রসায়নের জনক কে?
উত্তর : জাবির ইবনে হাইয়ান।

১৩. প্রশ্ন : শরীরবিদ্যার জনক কে?
উত্তর : উইলিয়াম হার্ভে।

১৪. প্রশ্ন : শ্রেণিবিদ্যার জনক কে?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস।

১৫. প্রশ্ন : বিজ্ঞানের জনক কে?
উত্তর : থেলিস।

১৬. প্রশ্ন : সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তর : হার্বাট স্পেন্সর।

১৭. প্রশ্ন : সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর : অগাস্ট কোৎ।

১৮. প্রশ্ন : পদার্থবিজ্ঞানের জনক কে?
উত্তর : আইজ্যাক নিউটন।

১৯. প্রশ্ন : হিসাববিজ্ঞানের জনক কে?
উত্তর : লুকাপ্যাসিওলি।

২০. প্রশ্ন : অঙ্কের জনক কে?
উত্তর : আর্কিমিডিস।

এসইউ/আরআইপি

আরও পড়ুন