সাধারণ জ্ঞান : বিভিন্ন বিষয়ের জনক- ১ম পর্ব
যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বিভিন্ন বিষয়ের জনক’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-
১. প্রশ্ন : অর্থনীতির জনক কে?
উত্তর : অ্যাডাম স্মিথ।
২. প্রশ্ন : আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তর : পল স্যামুয়েলসন।
৩. প্রশ্ন : আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক।
৪. প্রশ্ন : আধুনিক জোতির্বিজ্ঞানের জনক কে?
উত্তর : কোপার্নিকাস।
৫. প্রশ্ন : আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : সিগমুন্ড ফ্রয়েড।
৬. প্রশ্ন : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : নিকোলো মেকিয়াভেলি।
৭. প্রশ্ন : ইংরেজি নাটকের জনক কে?
উত্তর : শেক্সপিয়র।
৮. প্রশ্ন : ইতিহাসের জনক কে?
উত্তর : হেরোডোটাস।
৯. প্রশ্ন : ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।
১০. প্রশ্ন : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’র জনক কে?
উত্তর : টিম বার্নাস লি।
১১. প্রশ্ন : ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলি সন।
১২. প্রশ্ন : ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : এলান এমটাজ।
১৩. প্রশ্ন : উদ্ভিদবিজ্ঞানের জনক কে?
উত্তর : থিওফ্রাস্টাস।
১৪. প্রশ্ন : অ্যানাটমির জনক কে?
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস।
১৫. প্রশ্ন : ক্যালকুলাসের জনক কে?
উত্তর : আইজ্যাক নিউটন।
১৬. প্রশ্ন : গণিত শাস্ত্রের জনক কে?
উত্তর : আর্কিমিডিস।
১৭. প্রশ্ন : চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তর : হিপোক্রেটিস
১৮. প্রশ্ন : জীবাণুবিদ্যার জনক কে?
উত্তর : লুই পাস্তুর।
১৯. প্রশ্ন : জ্যামিতির জনক কে?
উত্তর : ইউক্লিড।
২০. প্রশ্ন : দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তর : সক্রেটিস।
এসইউ/আরআইপি