সাধারণ জ্ঞান : স্বাধীনতা আন্দোলনের নেতা
বিশ্বের পরাধীন দেশগুলো স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। দেশের মুক্তির জন্য এগিয়ে এসেছে সবশ্রেণির মানুষ। তবে সর্বাগ্রে যিনি আবির্ভূত হয়েছেন; তিনি হয়ে উঠেছেন স্বাধীনতা আন্দোলনের নেতা। এমন কয়েকটি দেশের ‘স্বাধীনতা আন্দোলনের নেতা’ নিয়ে আজকের আয়োজন।
১. প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
২. প্রশ্ন : ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : মহাত্মা গান্ধী।
৩. প্রশ্ন : পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : মুহম্মদ আলী জিন্নাহ।
৪. প্রশ্ন : ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : ইয়াসির আরাফাত।
৫. প্রশ্ন : তুরস্কের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : কামাল আতার্তুক।
৬. প্রশ্ন : ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : হো চি মিন।
৭. প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : নেলসন ম্যান্ডেলা।
৮. প্রশ্ন : চীনের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : মাও সে তুং।
৯. প্রশ্ন : সোভিয়েত ইউনিয়নের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : ভ্লাদিমির লেনিন।
১০. প্রশ্ন : অ্যাঙ্গোলার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : এন্টানিও এগাসটিরহো নেটো।
১১. প্রশ্ন : ইতালির স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : গুসেপী গারিবালদি।
১২. প্রশ্ন : ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : আহমেদ সুকর্নো।
১৩. প্রশ্ন : কঙ্গোপ্রজাতন্ত্রের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : প্যাট্রিক লুবুম্বা।
১৪. প্রশ্ন : কম্বোডিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : নরদম সিহাকুক।
১৫. প্রশ্ন : কিউবার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : ফিদেল কাস্ত্রো।
১৬. প্রশ্ন : কেনিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : জুমো কেনিয়াটো।
১৭. প্রশ্ন : ঘানার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : কাওয়ামী নক্রুমা।
১৮. প্রশ্ন : জাম্বিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : কেনেথ কাউন্ডা।
১৯. প্রশ্ন : জার্মানির স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : বিসমার্ক।
২০. প্রশ্ন : তাঞ্জানিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : ড. জুলিয়াস নায়ারে।
২১. প্রশ্ন : পূর্ব তিমুরের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : জানানা গুসমাও।
২২. প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : জর্জ ওয়াশিংটন।
২৩. প্রশ্ন : মায়ানমারের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : জেনারেল অং সান।
২৪. প্রশ্ন : মালদ্বীপের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : মামুন আব্দুল গাইউম।
২৫. প্রশ্ন : যুগোশ্লাভিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : মার্শাল জোসেফ টিটো।
২৬. প্রশ্ন : সাইপ্রাসের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
উত্তর : আর্চ বিশপ ম্যাকারিওস।
এসইউ/এমএস