ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের ইতিহাস- ২য় পর্ব

প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৩ আগস্ট ২০১৬

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের। প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। তবে শুরুর দিকে যা সৃষ্টি হয়েছে, তা আজও স্মরণীয়। সেই স্মরণীয় বিষয় নিয়েই আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?
উত্তর : বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত।

২. প্রশ্ন : প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কী?
উত্তর : অপভ্রংশ।

৩. প্রশ্ন : সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে?
উত্তর : পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ থেকে।

৪. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
উত্তর : গৌড় অপভ্রংশ থেকে।

৫. প্রশ্ন : পাণিনি রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : ব্যাকরণ অষ্টাধয়ী।

৬. প্রশ্ন : পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
উত্তর : সংস্কৃত ভাষা।

৭. প্রশ্ন : বাংলা ভাষার মূল উৎস কোনটি?
উত্তর : বৈদিক।

৮. প্রশ্ন : বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কী?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

৯. প্রশ্ন : বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী।

১০. প্রশ্ন : বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
উত্তর : খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।

১১. প্রশ্ন : ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
উত্তর : প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে।

১২. প্রশ্ন : কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
উত্তর : মাগধী প্রাকৃত।

১৩. প্রশ্ন : প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
উত্তর : তিনটি।

১৪. প্রশ্ন : বৈদিক ভাষা থেকে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
উত্তর : তিনটি।

১৫. প্রশ্ন : বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর।

১৬. প্রশ্ন : বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
উত্তর : মুন্ডা ভাষার।

১৭. প্রশ্ন : কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
উত্তর : ব্রাহ্মী লিপি।

১৮. প্রশ্ন : ব্রাহ্মী লিপি কোথা থেকে বেশি পরিচিতি লাভ করেছে?
উত্তর : সম্রাট অশোকের পাথরখচিত বাণী থেকে।

১৯. প্রশ্ন : ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি?
উত্তর : দুইটি।

২০. প্রশ্ন : ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কী কী?
উত্তর : খরোষ্ঠী এবং ব্রাহ্মী।

এসইউ/এমএস

আরও পড়ুন