ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলাদেশের নদী- ২য় পর্ব

প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৮ আগস্ট ২০১৬

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এ দেশে ছোট-বড় ২৩০টি নদী রয়েছে। বাংলাদেশের বৃহত্তম নদী ব্রহ্মপুত্র। আরো আছে বিচিত্র নাম। সেই নদী সম্পর্কে জানতেই ‘বাংলাদেশের নদী’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ।

২. প্রশ্ন : কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায় কোথায়?
উত্তর : পদ্মা নদীতে।

৩. প্রশ্ন : পদ্মা নদী মেঘনা নদীর সাথে কোথায় মিশেছে?
উত্তর : চাঁদপুরে।

৪. প্রশ্ন : পদ্মার শাখা নদী কী কী?
উত্তর : ইছামতি, গড়াই, ভৈরব, কুমার ও আড়িয়াল খাঁ।

৫. প্রশ্ন : পদ্মার একমাত্র উপনদী কোনটি?
উত্তর : মহানন্দা।

৬. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি?
উত্তর : পদ্মা।

৭. প্রশ্ন : যমুনা নদীর পূর্ব নাম কী?
উত্তর : জোনাই।

৮. প্রশ্ন : কোথায় যমুনা নদী পদ্মা নদীতে পতিত হয়ছে?
উত্তর : গোয়ালন্দে।

৯. প্রশ্ন : বরাক নদী কী কী নামে বিভক্ত হয়েছে?
উত্তর : সুরমা ও কুশিয়ারা নামে।

১০. প্রশ্ন : বরাক নদী কোথায় গিয়ে বিভক্ত হয়েছে?
উত্তর : সিলেট জেলার অমলশিদে।

১১. প্রশ্ন : বরাক নদী কোথায় পুনরায় মিলিত হয়েছে?
উত্তর : মারকুলির কাছে কালনি নামে।

১২. প্রশ্ন : মেঘনার উপনদী কী কী?
উত্তর : তিতাস, গোমতী, মনু ও বাউলাই।

১৩. প্রশ্ন : বাংলাদেশের কোন নদীতে জোয়ার-ভাটা হয় না?
উত্তর : গোমতী নদীতে।

১৪. প্রশ্ন : গোমতী নদী কোন জেলায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা।

১৫. প্রশ্ন : মহিলা নদী কোন জেলায় অবস্থিত?
উত্তর : দিনাজপুর।

১৬. প্রশ্ন : কারখানা নদী কোন জেলায় অবস্থিত?
উত্তর : পটুয়াখালী।

১৭. প্রশ্ন : তেতুলিয়া নদী কোথায় অবস্থিত?
উত্তর : বাউফল, পটুয়াখালী।

১৮. প্রশ্ন : সুন্দরবনের পূর্বে কোন নদী?
উত্তর : বলেশ্বর।

১৯. প্রশ্ন : সুন্দরবনের পশ্চিমে কোন নদী?
উত্তর : রায়মঙ্গল।

২০. প্রশ্ন : চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?
উত্তর : আত্রাই।

এসইউ/আরআইপি

আরও পড়ুন