ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলাদেশের ভৌগলিক অবস্থান- ২য় পর্ব

প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৭ জুলাই ২০১৬

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বাংলাদেশের ভৌগলিক অবস্থান’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা কতটুকু?
উত্তর : ৪,১৫৬ কিলোমিটার।

২. প্রশ্ন : ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষর হয়?
উত্তর : ১৬ মে ১৯৭৪।

৩. প্রশ্ন : মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা কতটুকু?
উত্তর : ২৭১ কিলোমিটার।
 
৪. প্রশ্ন : বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?
উত্তর : পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট।
 
৫. প্রশ্ন : বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?
উত্তর : সেন্টমার্টিন।
 
৬. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন।

৭. প্রশ্ন : দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কী?
উত্তর : পূর্বাশা দ্বীপ বা নিউমুর।

৮. প্রশ্ন : দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায়?
উত্তর : লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়।

৯. প্রশ্ন : দহগ্রামের আয়তন কত?
উত্তর : ৩৫ বর্গ কিলোমিটার।

১০. প্রশ্ন : তিনবিঘা করিডরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে?
উত্তর : বেরুবাড়ী।

১১. প্রশ্ন : তিনবিঘা করিডরের পরিমাপ কত?
উত্তর : ১৭৮ মিটার ও ৮৫ মিটার।

১২. প্রশ্ন : কোন তারিখে তিনবিঘা করিডর ভারত খুলে দেয়?
উত্তর : ২৬ জুন ১৯৯২।

১৩. প্রশ্ন : লালমনিরহাট জেলা থেকে তিনবিঘার দূরত্ব কত?
উত্তর : ৮০ মাইল।

১৪. প্রশ্ন : আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি জেলায়।

১৫. প্রশ্ন : ‘চন্দ্রনাথের পাহাড়’ কেন বিখ্যাত?
উত্তর : হিন্দুদের তীর্থস্থানের জন্য।

১৬. প্রশ্ন : বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত থানাশহর কোনটি?
উত্তর : টেকনাফ।

১৭. প্রশ্ন : বাংলাদেশের সর্বউত্তরে অবস্থিত থানা শহর কোনটি?
উত্তর : তেতুলিয়া।

১৮. প্রশ্ন : বাংলাদেশের সর্বপশ্চিমে থানা শহর কোনটি?
উত্তর : শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)।
 
১৯. প্রশ্ন : বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি?
উত্তর : থানচি।

২০. প্রশ্ন : আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি?
উত্তর : শ্যামনগর।

এসইউ/এবিএস

আরও পড়ুন