ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : প্রযুক্তির কতিপয় জনক

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২১ জুলাই ২০১৬

প্রযুক্তির এই বিশ্ব একদিনে গড়ে ওঠেনি। তিলে তিলে গড়ে উঠেছে আজকের প্রযুক্তির নানাবিধ উপাদান। এ ক্ষেত্রে বিশেষ অবদান তাদের, যারা এর আবিষ্কারক। তাই তাঁদের অবদান তুলে ধরতেই আজকের আয়োজন।

১. প্রশ্ন : ইন্টারনেটের জনক-
উত্তর : ভিন্টন গ্রে কার্ফ।

২. প্রশ্ন : ডিজিটাল ক্যামেরার জনক-
উত্তর : স্টিভেন জে সিসোন (যুক্তরাষ্ট্র)।

৩. প্রশ্ন : ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক-
উত্তর : জন শেফার্ড ব্যারন।

৪. প্রশ্ন : মাইক্রোসফটের জনক-
উত্তর : বিল গেটস (১৯৭৫)।

৫. প্রশ্ন : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (WWW) জনক-
উত্তর : টিম বার্নাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১)।

৬. প্রশ্ন : মোবাইল ফোনের জনক-
উত্তর : মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র, ১৯৭৩)।

৭. প্রশ্ন : ইয়াহু’র জনক-
উত্তর : জেরি ইয়াং (তাইওয়ান) ও ডেভিড ফেলো (যুক্তরাষ্ট্র), ১৯৯৫।

৮. প্রশ্ন : গুগলের জনক-
উত্তর : সার্জেই ব্রিন (যুক্তরাষ্ট্র, ১৯৯৮)।

৯. প্রশ্ন : ফেসবুকের জনক-
উত্তর : মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র, ২০০৪)।

১০. প্রশ্ন : টুইটারের জনক-
উত্তর : জ্যাক ডোরসেই (যুক্তরাষ্ট্র, ২০০৬)।

১১. প্রশ্ন : ই-বুকের জনক-
উত্তর : মাইকেল এস হার্ট।

১২. প্রশ্ন : ই-মেইলের জনক-
উত্তর : র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন (যুক্তরাষ্ট্র)।

১৩. প্রশ্ন : উইকিলিকসের (সুইডেনভিত্তিক) প্রতিষ্ঠাতা-
উত্তর : জুলিয়ান অ্যাস্যাঞ্জ (অষ্ট্রেলিয়া)।

১৪. প্রশ্ন : কমপ্যাক্ট ডিস্কের (সিডি) জনক-
উত্তর : নোরিও ওহগা (জাপান)।

১৫. প্রশ্ন : কম্পিউটার মাউসের জনক-
উত্তর : ডগলাস এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র)।

১৬. প্রশ্ন : আধুনিক ল্যাপটপের জনক-
উত্তর : বিল মোগারিজ।

১৭. প্রশ্ন : সার্চ ইঞ্জিনের জনক-
উত্তর : এলান এমটাজ।

১৮. প্রশ্ন : কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা-
উত্তর : স্টিভ জবস (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)।

১৯. প্রশ্ন : পাঞ্চ কার্ডের উদ্ভাবক-
উত্তর : জোসেফ ম্যারি জ্যাকুয়ার্ড।

২০. প্রশ্ন : লগারিদমের উদ্ভাবক-
উত্তর : জন নেপিয়ার।

এসইউ/এবিএস

আরও পড়ুন