ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বিখ্যাত বাংলা প্রহসন

প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৯ জুলাই ২০১৬

প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। নানাবিধ পরিবর্তনের মধ্যদিয়ে বর্তমান ধারায় এসেছে পৌঁছেছে। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলা প্রহসন। পরিবর্তনের সেই বিষয় নিয়েই আজকের আয়োজন।

১. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন কোনটি?
উত্তর : একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

২. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম প্রহসন রচনা করেন কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

৩. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম প্রহসনের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৫৯ সাল।

৪. প্রশ্ন: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ কবে প্রকাশ হয়?
উত্তর : ১৮৬০ সালে।

৫. একেই কি বলে সভ্যতা কাদের জীবন নিয়ে রচিত?
উত্তর : ইয়ং বেঙ্গলদের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে।

৬. প্রশ্ন : অমৃতলাল বসুর প্রহসন কয়টি?
উত্তর : ১৪টি।

৭. প্রশ্ন : অমৃতলাল বসুর প্রহসনগুলোর নাম কী?
উত্তর : বিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, চাটুয্যে ও বাড়ুয্যে, তাজ্জব ব্যাপার, কৃপণের ধন।

৮. প্রশ্ন : গিরিশ চন্দ্র ঘোষের প্রহসন কয়টি?
উত্তর : ৪টি।

৯. প্রশ্ন : গিরিশ চন্দ্র ঘোষের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : সপ্তমীতে বিসর্জন, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পাণ্ডা।

১০. প্রশ্ন : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রহসন কোনটি?
উত্তর : কিঞ্চিৎ জলযোগ।

১১. প্রশ্ন : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : কিঞ্চিৎ জলযোগ, এমন কর্ম আর করব না, হঠাৎ নবাব, হিতে বিপরীত, দায়ে পড়ে দারগ্রহ।

১২. প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : যেমন কর্ম তেমন ফল, উভয় সঙ্কট, চক্ষুদান।

১৩. প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নের আলোচিত প্রহসন কোনটি?
উত্তর : যেমন কর্ম তেমন ফল।

১৪. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম প্রহসনের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৭৫ সাল।

১৫. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : এর উপায় কি, ভাই, ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একি।

১৬. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম প্রহসন কোনটি?
উত্তর : এর উপায় কি।

১৭. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রহসনগুলোর নাম কী?
উত্তর : বৈকুণ্ঠের খাতা, ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক, চিরকুমার সভা, শেষ রক্ষা।

১৮. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের প্রহসন তিনটির নাম কী?
উত্তর : সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক।

১৯. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের আলোচিত প্রহসন কোনটি?
উত্তর : বিয়ে পাগলা বুড়ো।

২০. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রায়ের প্রহসনগুলো কী কী?
উত্তর : কল্কি অবতার, বিরহ, এ্যহস্পর্শ, প্রায়শ্চিত্ত।

এসইউ/এমএস

আরও পড়ুন