ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক- ২য় পর্ব

প্রকাশিত: ১১:৩২ এএম, ১১ জুলাই ২০১৬

যেকোনো পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয় অপরিহার্য। তাই বিভিন্ন ধাচের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিসিএসের প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। সেখান থেকেই আন্তর্জাতিক বিষয় নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : Food and Agricultural Organization এর সদর দফতর কোথায়?
উত্তর : রোম।

২. প্রশ্ন : আলবেনিয়ার রাজধানীর নাম কী?
উত্তর : তিরানা।

৩. প্রশ্ন : IFC বলতে কী বোঝায়?
উত্তর : ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন।

৪. প্রশ্ন : Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৩ সালে।

৫. প্রশ্ন : OPEC-ভুক্ত দেশ কয়টি?
উত্তর : ১২টি।

৬. প্রশ্ন : ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
উত্তর : ১৯৬৭ সালে।

৭. প্রশ্ন : No-fly-zone কোন দেশে অবস্থিত?
উত্তর : ইরাক।

৮. প্রশ্ন : মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
উত্তর : ইতালি।

৯. প্রশ্ন : ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
উত্তর : চীন ও ভারত।

১০. প্রশ্ন : নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
উত্তর : যুক্তরাষ্ট্র।

১১. প্রশ্ন : বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তর : ইয়োকোহামা।

১২. প্রশ্ন : ইসলামি উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : জেদ্দা।

১৩. প্রশ্ন : ‘চির শান্তির শহর’ নামে পরিচিত কোন শহর?
উত্তর : রোম।

১৫. প্রশ্ন : বাবেল মান্দেব কী শব্দ?
উত্তর : ফারসি।

১৬. প্রশ্ন : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তর : পাঁচজন।

১৭. প্রশ্ন : পিএলও (PLO) কখন গঠিত হয়?
উত্তর : ১৯৬৪ সালে।

১৮. প্রশ্ন : নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর : ঘানা।

১৯. প্রশ্ন : ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে?
উত্তর : ভারত ও পাকিস্তান।

২০. প্রশ্ন : যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনসমূহ কী নামে অভিহিত?
উত্তর : চারটি রেডক্রস কনভেনশন নামে।

এসইউ/এবিএস

আরও পড়ুন