সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক- ১ম পর্ব
যেকোনো পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয় অপরিহার্য। তাই বিভিন্ন ধাচের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিসিএসের প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। সেখান থেকেই আন্তর্জাতিক বিষয় নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-
১. প্রশ্ন : সুইডেনের মুদ্রার নাম কী?
উত্তর : ক্রোনা।
২. প্রশ্ন : নিউট্রন আবিষ্কার করেন কে?
উত্তর : চ্যাডউইক।
৩. প্রশ্ন : উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)– এর সদস্য সংখ্যা কত?
উত্তর : ৬।
৪. প্রশ্ন : BIMSTEC কী ধরনের সংগঠন?
উত্তর : অর্থনৈতিক।
৫. প্রশ্ন : সার্ক কত সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮৫ সালে, ঢাকায়।
৬. প্রশ্ন : কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?
উত্তর : মার্লবোরো হাউজ।
৭. প্রশ্ন : হেলসিংকি কোন দেশের রাজধানী?
উত্তর : ফিনল্যান্ড।
৮. প্রশ্ন : প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : কাঠমুন্ডু।
৯. প্রশ্ন : আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তর : প্যারিস।
১০. প্রশ্ন : নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
উত্তর : আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
১১. প্রশ্ন : বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : আফ্রিকা।
১২. প্রশ্ন : ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
উত্তর : রিওডিজনারিও।
১৩. প্রশ্ন : সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
উত্তর : মালদ্বীপে।
১৪. প্রশ্ন : G-77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উত্তর : উন্নয়নশীল।
১৫. প্রশ্ন : কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল?
উত্তর : ৫১টি।
১৬. প্রশ্ন : জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালে।
১৭. প্রশ্ন : নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৯ সালে।
১৮. প্রশ্ন : দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?
উত্তর : ১৯৯৩ সালে।
১৯. প্রশ্ন : কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর : সিটিবিটি (CTBT)।
২০. প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর : ভিয়েনায়।
এসইউ/পিআর