ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি- ২য় পর্ব

প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২৯ জুন ২০১৬

সব ধরনের নিয়োগ পরীক্ষাতেই এমসিকিউ প্রশ্ন থাকে। যে প্রশ্নের সঠিক উত্তর জানতে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা একান্ত প্রয়োজন। আলোচিত কিছু বিষয়ের খুঁটিনাটি জানা থাকলেই এমসিকিউ অংশে ভালো ফলাফল আশা করা যায়। তাই চাকরির প্রস্তুতির জন্য আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিসমার্ক।

২. প্রশ্ন : নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর নেন কত সালে?
উত্তর : ১৯৯৯ সালে।

৩. প্রশ্ন : জাতিসংঘের সংগীতের রচয়িতা কে?
উত্তর : পাবলো ক্যাসালস।

৪. প্রশ্ন : পাবলো ক্যাসালস কোন দেশের নাগরিক?
উত্তর : স্পেন।

৫. প্রশ্ন : সারাবিশ্বে ইন্টারনেটবঞ্চিত মানুষের সংখ্যা কত?
উত্তর : ৩২০ কোটি।

৬. প্রশ্ন : কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীর নাম কী?
উত্তর : হযরত আলী (রা.)।

৭. প্রশ্ন : ভারতের মুসলিম জাগরণের অগ্রদূত কে?
উত্তর : স্যার সৈয়দ আহমাদ খান।

৮. প্রশ্ন : ইসরায়েলের পার্লামেন্টের নাম কী?
উত্তর : নেসেট।

৯. প্রশ্ন : ভূমধ্যসাগরের প্রবেশ দ্বার কোনটি?
উত্তর : জিব্রাল্টার।

১০. প্রশ্ন : কেপভার্দের রাজধানীর নাম কী?
উত্তর : প্রেইরা।

১১. প্রশ্ন : ই-মেইলের পূর্ণরূপ কী?
উত্তর : Electronic Mail.

১২. প্রশ্ন : মানব শিশু কখন দ্রুত বৃদ্ধি পায়?
উত্তর : বসন্ত কালে।

১৩. প্রশ্ন : মানুষের হার্টবিট কখন থেমে যায়?
উত্তর : মানুষ যখন হাঁচি দেয়।

১৪. প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি?
উত্তর : ট্যাকোমিটার।

১৫. প্রশ্ন : সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
উত্তর : ১৮২৯।

১৬. প্রশ্ন : কোন উপাদানের মাধ্যমে নখ তৈরি হয়?
উত্তর : কেরাটিন।

১৭. প্রশ্ন : মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ-প্রত্যঙ্গ কী?
উত্তর : ত্বক।

১৮. প্রশ্ন : হাড়ের সবচেয়ে অভ্যন্তরীণ অংশটি কী ধারণ করে?
উত্তর : বোন ম্যারো।

১৯. প্রশ্ন : একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় রয়েছে?
উত্তর : ২০৬টি।

২০. প্রশ্ন : মানবদেহে ফুসফুস কয়টি?
উত্তর : ২টি।

এসইউ/এবিএস

আরও পড়ুন