সাধারণ জ্ঞান : গণিতের প্রাথমিক ধারণা
ছাত্রজীবন থেকে যারা নিয়মিত চর্চা করেন, তাদের কাছে গণিত খুব সহজ মনে হয়। গণিত আসলে নিয়মিত চর্চার ব্যাপার। যারা গণিতকে আয়ত্ত করতে পারে তারা সহজেই পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যায়। তাই গণিতের প্রাথমিক ধারণা নিয়ে আজকের আয়োজন।
১. প্রশ্ন : গণিতের আদি ভূমি কোথায়?
উত্তর : মিশর, ভারতবর্ষ, ব্যাবিলন।
২. প্রশ্ন : ‘০’ সংখ্যাটির জনক কে?
উত্তর : আর্যভট্ট।
৩. প্রশ্ন : ‘০’ সংখ্যাটির উৎপত্তি কোথায়?
উত্তর : ভারতীয় উপমহাদেশে।
৪. প্রশ্ন : আর্যভট্ট কে ছিলেন?
উত্তর : পাটিগণিতের জনক।
৫. প্রশ্ন : বীজগণিতের জনক কে?
উত্তর : মুহম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমী।
৬. প্রশ্ন : জ্যামিতির জনক কে?
উত্তর : ইউক্লিড।
৭. প্রশ্ন : ইউক্লিডের বইটির নাম কী?
উত্তর : The elements.
৮. প্রশ্ন : The elements বইটি কত খণ্ডে রচিত?
উত্তর : ১৩ খণ্ডে।
৯. প্রশ্ন : বলবিদ্যার জনক কে?
উত্তর : নিউটন।
১০. প্রশ্ন : সেটতত্ত্বের জনক কে?
উত্তর : ফিলিপ ক্যান্টর।
১১. প্রশ্ন : গণিতে লগারিদমের জনক কে?
উত্তর : জন নেপিয়ার।
১২. প্রশ্ন : অঙ্ক কত প্রকার?
উত্তর : দুই প্রকার।
১৩. প্রশ্ন : অঙ্ক কী কী?
উত্তর : সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক।
১৪. প্রশ্ন : সার্থক অঙ্ক কোনগুলো?
উত্তর : ১ থেকে ৯ পর্যন্ত।
১৫. প্রশ্ন : সাহায্যকারী অঙ্ক কোনটি?
উত্তর : ০ (শূন্য)।
১৬. প্রশ্ন : সার্থক অঙ্কের ধারণা দেন কারা?
উত্তর : আরবীয়রা
১৭. প্রশ্ন : আরবীয় বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর : মিশর, ব্যাবিলন।
১৮. প্রশ্ন : মৌলিক সংখ্যার বর্গমূল কেমন?
উত্তর : সর্বদা অমূলদ সংখ্যা।
১৯. প্রশ্ন : ১-১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা পাওয়া যায়?
উত্তর : ২৫টি।
২০. প্রশ্ন : মৌলিক সংখ্যাগুলো কোথায় কয়টি পাওয়া যায়?
উত্তর : ০-১০ পর্যন্ত ৪টি, ১১-২০ পর্যন্ত ৪টি, ২১-৩০ পর্যন্ত ২টি, ৩১-৪০ পর্যন্ত ২টি, ৪১-৫০ পর্যন্ত ৩টি, ৫১-৬০ পর্যন্ত ২টি, ৬১-৭০ পর্যন্ত ২টি, ৭১-৮০ পর্যন্ত ৩টি, ৮১-৯০ পর্যন্ত ২টি, ৯১-১০০ পর্যন্ত ১টি।
এসইউ/আরআইপি